সঠিক বাংলা স্থান নাম

সঠিক বাংলা স্থান নাম

Khargeswar Temple

Inda, Kharagpur Rly. Settlement, West Bengal 721301, India

October 21, 2017 @ 15:00 (IST)

মানচিত্রে বাংলা স্থান নাম গুলি সঠিক করা মিলিত হবার প্রধান উদ্দেশ্য। আশা করি খড়্গপুরের অনেকেই দেখেছেন অনেক স্থান নামের বানান সঠিক নয়, বা কিছু কিছু স্থানের নাম এমন ভাবে লেখা আছে যা স্থান নামের যথাযথ অনুসারী নয়, বর্তমানে গুগল মানচিত্র গুরুত্বপূর্ণ বিষয় তাই এখানে বাংলা স্থান নাম সঠিক হওয়া উচিত। এই উদ্দেশ্য সঠিক মনে হলে উল্লেখিত দিন ও সময়ে মিলিত হলে আশাকরি মানচিত্রের উন্নতি ঘটবে।সঙ্গে আনবেন নিজের স্মার্টফোনটি।

RSVP here

2 Likes