গরুর পাল

বাংলাদেশের বরেন্দ্র ভূমি নামে পরিচিত রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ একটি জেলা। এই জেলা মূলত সুস্বাদু আমের জন্য বিক্ষেত। আমের পাশাপাশি এই জেলাতে রয়েছে প্রচুর পতিত জমি যা পর্যাপ্ত ধান সহ বিভিন্ন ফসল উৎপাদনের জন্য অপার সম্ভাবনাময় একটি জেলা।


সবুজ প্রকৃতি

অনেক জমি পতিত থাকার ফলে সবুজ ঘাসে ভরপুর হওয়ায় অনেক উদ্যোগতারা উন্মুক্ত গরুর খামার তৈরী করে থাকেন। যাদের প্রধান খারাব হয় সবুজ কাঁচা ঘাস।

একটি গরুর পালে দুই থেকে ৫০০ শত গরু থাকে ছোট বড় মিলে। ৩ থেকে ৫ জন রাখাল থাকে একটি পালের গরু গুলো কে লালন-পালন ও দেখাশোনা করার জন্য।

এখানে প্রায় ৪০০+ গরু আছে। তার থেকে ৮০-৯০ টি গাভী রয়েছে। যা দুধ দোহন করার উপযোগী।

মজার ব্যপার কি জানেন??

পালাক্রমে দুধ দোহন করার জন্য গাভীদের নাম ধরে ধরে ডাকছে যেমন ময়ুরী, চামেলী, আলতা, চম্পা, সাবানা, সুইটি এ সব নামে আর গরু গুলো বসা-দাড়িয়া থাকা অবস্থা থেকে উঠে চলে আসছে…

দুধ দোহন করার জন্য সিলভারের পাতিল এবং স্টিলের বালতি ব্যবহার করা হয়। তারপর ড্রামে সংগ্রহ করে পাইকার বা বিভিন্ন কোম্পানি কাছে বিক্রি করে থাকে।

11 Likes

Nice post @SafayeatHossain

2 Likes

Thanks Brother

1 Like

অসাধারণ অভিজ্ঞতা ও দারুণ তথ্যভিত্তিক শেয়ারিং! গরুদের নামে ডাকার বিষয়টা সত্যিই মন ছুঁয়ে গেল। @SafayeatHossain
এই খামারগুলোতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের কী প্রভাব পড়ছে?

1 Like

Hi @SafayeatHossain It’s so natural, greeny grass view, and large number of cows.
Thanks for sharing.

1 Like

@NandKK অবশ্যই, ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য

1 Like

@fachrie230 thanksgiving

You are most welcome @SafayeatHossain

দারুন ব্যাপার ত! :smiley:

1 Like