সকাল ০৮টা ৪৫মিনিটে বৃষ্টি পরছিলো বাহিরে প্রাকৃতিক দূর্যোগে কারো হাত নেই সকালের আরামের ঘুম নষ্ট করে রওনা হই ঢাকার উত্তরা থেকে মিরপুর পল্লবীর প্রিন্স কিচেন এর উদ্দেশ্যে @SumaiyaZafrin আপুর হোষ্ট কৃত মিট-আপ
8th Anniversary Celebration of Local Guides Bangla
এর জন্যে।
★ছবি: গ্রুফ ছবি লোকাল গাইড থেকে।
প্রিন্স কিচেনে গিয়ে একে একে সবাই উপস্থিত হচ্ছেন। সবার সাথে পরিচয় পর্বের মাধ্যমে পুরোনো নতুন সবাই মিলে পরিচিত হয়। সেই সাথে সবার অভিজ্ঞতা ও শেয়ার করা হয়।
ছবি: আমাদের ভ্যানুু
আমাদের সবার মাজে মোটামুটি কোয়ালিটি ম্যাপিং কোয়ালিটি রিভিউ সহ ভিবিন্ন বিষয়ে শেয়ার করেন সুমাইয়া আপু,
@ShafiulB ভাই
@ShahMdSultan ভাই সহ অনেকে।
ছবি: কোয়ালিটি ম্যাপিং নিয়ে আলোচনা করছেন আমাদের সফিউল বাশার ভাই।
আজকের মিট-আপ টি যদিও লোকাল গাইড বাংলার ৮ম বর্ষপূর্তি উপলক্ষে ছিলো কিন্তু আমরা কোয়ালিটি ম্যাপিং রিভিউ নিয়েই আলোচনা বেশি হয়েছে। সেই সাথে সবার মতামত নেওয়া হয়েছে আমরা দলবদ্ধ ভাবে কিভাবে ম্যাপিং টাকে আরো সহজ করে সুন্দর ভাবে স্পাম প্রতিরোধ করা যায়।
ছবি: ৪জন লোকাল গাইড জাপান লাইভ এ অংশগ্রহণ এর নিমন্ত্রণ পাওয়া।
মিটআপ এ সবকিছু নিয়ে আলোচনা শেষে কেক কেটে সেলিব্রেশন করা হয় লোকাল গাইড বাংলার ৮ম বর্ষপূর্তি কে।
কেক কাটার পর যেহেতু শুক্রবার মসজিদে নামাজের জন্যে সবাই যাই একি সাথে এসে দুপুরের লাঞ্চ করি সুন্দর একটি প্লেটার ডিস দিয়ে।
ছবি: দুপুরের খাবার প্লেটার।
ধন্যবাদ সুমাইয়া আপু কে এত সুন্দর একটি ইভেন্ট হোষ্ট করার জন্যে।
সেই সাথে ধন্যবাদ সফিউল বাশার ভাই, সাহেদ ভাই সহ সবাইকে এমন একটি সুন্দর দিন উপহার দেওয়ার জন্যে।
19 Likes
অনেক সুন্দর লিখেছো। ধন্যবাদ @MehediMozumdar
5 Likes
লোকাল গাইডস বাংলার ৮ বছর পূর্তিতে অভিনন্দন। কি অসাধারণ সম্প্রদায়ের অর্জন। বৃষ্টিও তোমার মনোবল থামাতে পারেনি। অসাধারণ! @MehediMozumdar
6 Likes
খুব সুন্দর আলোচনা। মিট-আপগুলোতে কোয়ালিটি ম্যাপিং নিয়েই বেশি আলোচনা হয়, এটা সত্যিই গুরুত্বপূর্ণ একটি টপিক।
মিটআপ আয়োজনে সাহায্য করতে পারলেও আমি আমার অফিসের কারনে উপস্থিত হতে পারিনি। ধন্যবাদ @MehediMozumdar ভাই এখানে অংশগ্রহন করার জন্য এবং এতো সুন্দর বর্ননা দেওয়ার জন্য।
3 Likes
খুব সুন্দর আয়োজন লোকাল গাইড বাংলার৮ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে। উক্ত সভাই কোয়ালিটি সম্পন্ন কনটিটিউশন এবং স্প্যাম মুক্ত বাংলাদেশ মানচিত্র ও টোকিও তে আমন্ত্রণপ্রাপ্ত চার জন লোকাল গাইড নিয়ে আলোচনা হয়েছে। সবাই কে এক সাথে দেখে খুব ভালো লাগলো আমার পরীক্ষা থাকার কারণে উপস্থিত হতে পারিনি। তবে যারা উপস্থিত হয়েছে সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ করে @SumaiyaZafrin আপু কে ধন্যবাদ এত সুন্দর মিটআপ কানেক্টে হোস্ট করার জন্য।
2 Likes
ধন্যবাদ @ShafiulB ভাই আমাদের দারুন ভাবে সময় দেওয়ার জন্যে
আপনাদের ও অনেক মিস করেছি অনেকের সাথে দেখা হবে ভাবছি কিন্তু ব্যাস্থতা ও প্রাকৃতিক দূর্যোগ বৃষ্টি তো বলে কয়ে আসে না ভাই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ইভেন্ট @mhmanikbd ধন্যবাদ 
2 Likes
ধন্যবাদ ভাইয়া জিবন চলার পথের বন্ধু ম্যাপ আর ঐ ম্যাপ এর ইভেন্ট আমি তা মিস করতে পারি
ভালোবাসা নিবেন। @BudionoS ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ কোন এক ইভেন্ট আপনার সাথেও দেখা হবে🥰
খুবি মিস করেছি আপনাদের অনেক দিন দেখা হয়না আপনাদের সাথে আশা করি খুব শীঘ্রই দেখা হবে কোন এক মিট-আপ এর মধ্য🥰 ভালোবাসা নিবেন ভাই @KhokonSharker
2 Likes
ধন্যবাদ @Aslam_hossain ভাই আসলে ভাগ্যের বিষয় এই যে বাংলাদেশের জাপান নিমন্ত্রণ পাওয়া লোকাল গাইড এর মধ্যে ৪জনের সাথে এই মিট-আপ আমরা আমাদের মতামত প্রকাশ ও উনারা উনারের কোয়ালিট ম্যাপিং নিয়ে সুন্দর আলোচনা করেছেন আমরা তা বুঝার চেষ্টা করেছি। @SumaiyaZafrin আপু @ShafiulB ভাই @ShahMdSultan ভাই শাকিল ভাই আমাদের খুব সুন্দর ভাবে আলোচনা করেন। আসলেই উনাদের সাথে তুলোনা হয় না
ইনশাআল্লাহ দেখা হবে আপনার সাথে কোন এক মিট-আপ
3 Likes
অসাধারণ হয়েছে।
মিস করেছি মিট।
ধন্যবাদ আপনাদের শেয়ার করার জন্য।
2 Likes
দেশের বাইরে থাকার কারনে সকল ধরনের অনুষ্ঠান মিস করতেছি। 
2 Likes
মিটআপে বড় বাধা ছিলো এই বৃষ্টি। তবু অনেকে বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত হয়েছে। তাদের মধ্যে আপনি অন্যতম। আপনার মত সকলে যদি এভাবে এগিয়ে আসেন। লোকাল গাইডের জন্য কাজ করেন তাহলে একটা সময় গুগল লোকাল গাইড এবং গুগল ম্যাপ সমৃদ্ধ হবে। এর ব্যবহারকারীরা হবেন আত্মবিশ্বাসী।
2 Likes
চমতকার আয়োজন হয়েছে দেখা যাচ্ছে! মিস করে ফেললাম। সুদীর্ঘ ৮ বছর পূর্তিতে অভিনন্দন।
2 Likes
জ্বী ভাইয়া দারুন মিট-আপ হয়েছে ইনশাআল্লাহ ভবিষ্যৎ এ মিস করবেন না দেখা হবে ইনশাআল্লাহ @monzurulislam ধন্যবাদ
ইনশাআল্লাহ দেশে আসুন আপনিও আয়োজন করুন এমন মিট-আপ দেখা হবে ইনশাআল্লাহ। @Eng_Motiur ধন্যবাদ
@Saif_A_Mahmud ধন্যবাদ ভাইয়া ভালোবাসা নিবেন
@mahmudul47 ধন্যবাদ আপনাকে। হ্যা ভাই মিস করেছেন 
@MehediMozumdar ভাই, দিনটি সত্যিই অসাধারণ ছিল!
সেদিন আমরা আপনাকে অনেক মিস করেছি, @KhokonSharker ভাই