সাজেক ভ্যালির মেঘ-ঘেরা পাহাড়ে ‘দারুস সালাম জামে মসজিদ’ এ অনন্য শান্তির অভিজ্ঞতা

গত শুক্রবার, আমি ভ্রমণ করেছিলাম বাংলাদেশের রাঙ্গামাটির সৌন্দর্যে মোড়ানো সাজেক ভ্যালি। মেঘে ঢাকা পাহাড়, সুর্যোদয় আর সূর্যাস্তের মোহময় পরিবেশের মাঝেই হঠাৎ চোখে পড়ে এক অপূর্ব স্থাপত্য—দারুস সালাম জামে মসজিদ।

এই মসজিদটি সাজেক ভ্যালির রুইলুই পাড়ার কাছে অবস্থিত এবং নির্মাণশৈলীতে গ্রামীণ সাদামাটা গঠন থাকলেও পাহাড়ের গায়ে গড়া এই মসজিদের অবস্থান ও পরিবেশ এতটাই নান্দনিক যে মনের মধ্যে এক শান্তিময় অনুভূতি ছড়িয়ে পড়ে।

মসজিদের বিশেষত্বঃ

  • মসজিদের চারপাশে মেঘের আনাগোনা; নামাজ পড়ার সময় প্রকৃতির সান্নিধ্যে এক অন্যরকম আবেশ তৈরি হয়।
  • মসজিদটি নির্মিত হয়েছে স্থানীয় আদিবাসীদের সহায়তায়, পাহাড়ি কাঠ ও সিমেন্টের সমন্বয়ে।
  • এটি স্থানীয় মুসল্লিদের পাশাপাশি পর্যটকদের জন্যও খোলা থাকে।

নামাজ শেষে স্থানীয় একজন লুসাই ভাইয়ের সাথে কথা বলি, তিনিই জানালেন কিভাবে এ মসজিদটি সাজেকের সংস্কৃতির অংশ হয়ে উঠেছে।

যারা সাজেকে যেতে চাচ্ছেন, তারা সময় পেলে দারুস সালাম জামে মসজিদটি একবার ঘুরে দেখতে পারেন। শুধু দেখাই নয়—কয়েক রাকাত নামাজ আদায় করলে সত্যিই এক অনন্য আত্মিক শান্তি অনুভব করবেন।

#SajekValley #BangladeshLocalGuide #DarusSalamJameMosjid

6 Likes

বাহ, তথ্যগুলো সত্যিই অত্যন্ত বিস্তারিত ও চমৎকার! এই সুন্দর মসজিদের সুন্দর ছবিগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। @AlidMahmud

1 Like

@NandKK ধন্যবাদ আপনাকে

1 Like

Most Welcome Dada @AlidMahmud