আজকে খুব আনন্দের সাথে জানাচ্ছি, গুগল ম্যাপে আমি যে স্থানটি (রাসেল এর হোটেল) যুক্ত করেছিলাম, সেটি ইতিমধ্যেই ৩,৫০,০০০ বার দেখা হয়েছে!
এই স্থানটি ২০২০ সালের ২১শে ডিসেম্বর যুক্ত করেছিলাম, আর এত অল্প সময়ে এত মানুষের উপকারে এসেছে, এটা জেনে সত্যিই ভালো লাগছে। এটি প্রমাণ করে, আমরা যদি সঠিক তথ্য দিয়ে গুগল ম্যাপে অবদান রাখি, তাহলে হাজার হাজার মানুষ উপকৃত হতে পারে।
আমার মত সবাইকেই আহ্বান জানাই—নিজের এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলো গুগল ম্যাপে যোগ করুন, ঠিকানা ও তথ্য আপডেট করুন। আমরা সবাই মিলে বিশ্ব মানচিত্রকে আরও নির্ভুল ও সহায়ক করে তুলতে পারি।
#LocalGuides #GoogleMapsBD #MapYourWorld #ContributionMatters #350KViews