নীলপূজা হল একটি লোকাচার-ভিত্তিক সনাতন (হিন্দু) ধর্মীয় উৎসব, যা মূলত বাংলার গ্রামাঞ্চলে বেশি পালিত হয়। এই নীল পূজা শিবভক্তদের দ্বারা প্রতিবছর চৈত্র মাসের শেষ রাতে (চৈত্র সংক্রান্তিতে) পালন করা হয়। এটি শিবের এক বিশেষ রূপ “নীলকণ্ঠ” র উদ্দেশ্যে নিবেদিত। তাই নীল পূজায় ভগবান শিবের “নীলকণ্ঠ” রূপের আরাধনা করা হয়।
এই নীলপূজাকে কেন্দ্র করে গ্রামাঞ্চলে আয়োজন করা হয় নীলনাচ। নীলনাচ মূলত নীলপূজাকে ঘিরে আয়োজিত এক ধরনের লোকনৃত্য যা সাধারণত দলবদ্ধভাবে পরিবেশিত হয়। যেখানে শিবভক্তরা নানা রকম সাজে সেজে, শিব-পার্বতী কিংবা অন্যান্য পৌরাণিক চরিত্র ধারণ করে তা পরিবেশন করেন।
নীলপূজা শুধুই একটি ধর্মীয় আচার নয়, এটি গভীর বিশ্বাস ও শিব ভক্তির এক অপার প্রকাশ।