জলে ভাসা জীবন

পানিতে জন্মগ্রহণ করে পানিতেই বেড়ে ওঠা, পানিতেই জীবন জীবিকা নির্বাহ করা আবার পানিতেই শেষ বিদায়। এমনই ব্যতিক্রম জীবন দ্বারা বানারীপাড়া সন্ধ্যা নদীর মান্তা সম্প্রদায়ের লোকজনের।

প্রায় ৫০ টি নৌকায় 50 টি পরিবার বসবাস করে। সন্ধ্যা নদীতে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। যখন মাছ পাওয়া যায় তখন তাদের মধ্যে ঈদের আনন্দ দেখা যায়।

দুবেলা দুমুঠো খেতেই হিমশিম খেতে হয় তাদের। মহাজনদের কাছ থেকে টাকা দাদন নিয়ে চলতে হয় তাদের। বর্তমানে নদীতে আগের মত আর মাছ পাওয়া যায় না, তবুও প্রজন্মের পর প্রজন্ম এভাবেই অনিশ্চিত জীবন জীবিকা অর্জনের পথেই রয়েছে।

এদের পরিবারে নেই শিক্ষার আলো, জন্মের পর থেকেই বাবা-মায়ের সাথে মাছ ধরার কৌশল রপ্ত করে শৈশব কৈশোরেই একেক জন হয়ে ওঠে পাকা জেলে।

15 Likes

@Hasan_Ahammed
This Topic could be interesting if you add some reference link in Google Maps.
But please do not post photos of children here in Connect, nor in other social media or in Google Maps.
Kindly respect their privacy

Thank you

5 Likes

Hello @Hasan_Ahammed,

Please remove the photos of children from your topic. Since they are minors and this is a public forum, their parents may not be happy about it.

2 Likes