পাহাড়ি পথের সজীব অনুভূতি: রাঙামাটি থেকে সাজেক


রাঙামাটি থেকে সাজেকের পথে পা বাড়ানোর সময় এমন অনেক মুহূর্ত আসে, যা প্রকৃতির প্রতি মুগ্ধতা আরও বাড়িয়ে তোলে। সাজেকের উদ্দেশ্যে হাঁটা ও বাইক চালানোর সময়, হঠাৎ করেই নতুন পিচ ঢালা রাস্তা আর তার পাশের সবুজ গাছপালা চোখে পড়ে। এ এক অসাধারণ পরিবেশ, যেখানে মন যেন হারিয়ে যায়। রাস্তাটি ছিল আঁকাবাঁকা, তার উপর রোদ আর ছায়ার খেলা। এই মুহূর্তটা ধরে রাখার জন্য রাস্তার মাঝেই বসে একটা ছবি তুলে রাখলাম। এমন সবুজ আর নির্জন পরিবেশ শুধু সাজেক যাওয়ার পথেই উপভোগ করা যায়।

রাঙামাটি থেকে সাজেক যেতে রাস্তাটিকে বলা হয় ট্রাভেলারদের স্বপ্নপথ। পাহাড়ের উঁচু-নিচু ঢালু পথে চলতে চলতে প্রকৃতির সৌন্দর্য যেন ছড়িয়ে পড়ে মন ও মনে। পথের ধারে নানা রঙের গাছপালা আর পাহাড়ের মাঝে বয়ে চলা রাস্তা এই ভ্রমণের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। এই পথে বিভিন্ন জায়গায় থেমে ছবি তোলার জন্য অনেক পর্যটক সময় কাটান। সাজেক পৌঁছানোর আগেই এই পথের পরিবেশ যেন আপনাকে প্রকৃতির আরও কাছে নিয়ে যায়।


(রোড ম্যাপ রাঙামাটি থেকে সাজেক)

রাঙামাটি থেকে সাজেকের পথ প্রায় ৭০ কিলোমিটার দীর্ঘ, আর পুরো পথটিই পাহাড়ি। সাজেক যাওয়ার পথে কাসালং নদী পার হতে হয় এবং কিছু জায়গায় পাহাড়ি চড়াইয়ের অভিজ্ঞতা পাওয়া যায়। শুকনো মৌসুমে এই রাস্তা আরও মসৃণ এবং সুন্দর লাগে।

রাঙামাটি গুগল ম্যাপস লোকেশন লিংক:

সাজেক গুগল ম্যাপস লোকেশন লিংক:

17 Likes

মনোমুগ্ধকর
ধন্যবাদ শেয়ার করার জন্য @MehediHasanTanvir

1 Like

@Trishatishu আপনার মন্ত্যবের জন্য ধন্যবাদ।

1 Like

Nice writing @MehediHasanTanvir bhai
Photos are amazing :slightly_smiling_face:

1 Like

Thank you, Bhai.

2 Likes