উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ দরবার শরীফ এই ছারছীনা। বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় এটি অবস্থিত। অগ্রহায়ন ও ফাল্গুন মাসে বছরে দুইবার এখানে বড় মাহফিল অনুষ্ঠিত হয়। তখন দেশ বিদেশ থেকে লক্ষ মানুষের সমাগম ঘটে। এখানে কয়েক হাজার শিক্ষার্থী লিল্লাহ বোর্ডিং এ বিনামূল্যে থাকা খাওয়া করে এবং লেখাপড়া করে। শুধুমাত্র ছেলেরা এখানে পড়াশোনা করতে পারে, মেয়েদের প্রবেশ নিষেধ।
বরিশালে বসবাস করি কিন্তু ছারছিনা দরবার শরীফে কয়েকবার যাওয়ার নিয়ত করেও যাওয়ার সুযোগ হয়নি @Hasan_Ahammed আপনাকে অসংখ্য ধন্যবাদ ছারছিনা মাদ্রাসার কয়েকটি চমৎকার ফটো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য