মানিকগঞ্জের সত্যবাবুর জমিদার বাড়ি ভ্রমন গাইড

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলায় অবস্থিত বেতিলা জমিদার বাড়ি। সবুজের ঘেরা বেতিলা গ্রাম দিয়ে প্রবাহিত বেতিলা খাল একসময় বিভিন্ন মহাজনী নৌকা ও বজরার চলাচলের প্রধান পথ ছিল। তৎকালীন সময়ে বড় বড় ব্যবসায়ীরা বেতিলা খালকে নিরাপদ পথ হিসেবে ব্যবহার করতেন।
কিভাবে যাবেন?
রাজধানী ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে পদ্মা লাইন, সেলফি এবং নীলাচল বা হিমাচল পরিবহনটি (ঢাকার চিটাগাং রোড থেকে ধানমন্ডি, গাবতলী হয়ে মানিকগঞ্জ, পাটুরিয়া ঘাট) পর্যন্ত যায়। আপনার বাসা যদি ঢাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনি গাবতলী না গিয়ে কলাবাগান থেকে বাসে উঠতে পারবেন। কলাবাগান থেকে বাস ভাড়া পড়বে ১৮০ টাকা এবং গাবতলী বাস টার্মিনাল থেকে ভাড়া পড়বে ১২০ টাকা। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বেতিলা বাস স্ট্যান্ড পর্যন্ত বাইক, রিকশাতে যাওয়া যায়। আপনি চাইলে পুরো একদিনের জন্য রিক্সা রিজার্ভ করে নিতে পারেন, এতে আপনার কাছ থেকে ভাড়া প্রায় ৫০০ টাকার নিবে। এই বাজেটের মধ্যে আপনি প্রায় চার থেকে পাঁচটি স্থান ঘুরে দেখতে পারবেন।
থাকা-খাওয়ার ব্যবস্থা:
বেতিলা জমিদার বাড়ি রাজধানী ঢাকার কাছাকাছি হওয়ায় দিনে গিয়ে ফিরে আসা সম্ভব। তবে মানিকগঞ্জ শহরে বেশ কিছু আবাসিক হোটেল পাওয়া যায়। খাওয়ার জন্য এখানে সাধারণ ও মাঝারি মানের কিছু হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া মানিকগঞ্জ গেলে অবশ্যই পলাশ ভাইয়ের পান্তুুয়া এবং দধি খেতে ভুলবেন না এই পান্তুয়া রয়েছে অনেক ইতিহাস।
লোকেশন: https://maps.app.goo.gl/M3e9crtYCGWha1B58

17 Likes

Thanks for sharing with us.

1 Like

ধন্যবাদ বিস্তারিত লেখার জন্য @hizburrahmanofficial

1 Like

@hizburrahmanofficial the buildings looks like old and traditional architecture…

1 Like

@hizburrahmanofficial সুন্দর একটি ভ্রমণ বিবরণী