ফুলেরা কথা বলে | পাহাড়ে ফুলের মেলা
সেদিন আমরা হাঁটছিলাম পাহাড়ের গা ঘেষে। চারপাশে কেবল সবুজ আর উঁচু-নিচু পথ। ক্লান্তি ধীরে ধীরে আমাদের গ্রাস করছিল। পায়ের নিচের পথ ক্রমেই কঠিন হয়ে উঠছিল। তবুও আমরা থামিনি, এগিয়ে চলেছি নিরবিচারে। ঠিক তখনই চোখে পড়ল অপূর্ব এক দৃশ্য—পাহাড়ের ঢালে, পথের ধারে, এমনকি ছোট্ট পাড়ার ঘরের আঙিনায় নানা রঙের ফুলের সমারোহ। লাল, হলুদ, বেগুনি, সাদা—ফুলেরা যেন কথা বলছে আপন সুরে। যেন ক্লান্ত পথিকদের আহ্বান জানাচ্ছে, “আরো এগিয়ে যাও, সৌন্দর্য এখানেই শেষ নয়।”
ফুলের সে মুগ্ধকর দৃশ্য দেখে আমাদের ক্লান্তি যেন মুহূর্তেই লাঘব হয়ে গেল। প্রকৃতির এই অনন্য উপহার আমাদের পথচলার শক্তি হয়ে উঠল। পাহাড়ের প্রকৃতি, তার ফুলেল শোভা শুধু চোখ নয়, মনও ভরিয়ে দিয়েছিল। প্রকৃতির এই সৌন্দর্যের মেলাই যেন বলে দেয়, প্রকৃতিতে ছড়িয়ে আছে নিরব সৌন্দর্যের ভাষা, যা কখনো ক্লান্ত পথিকের মনেও প্রশান্তির বার্তা পৌঁছে দেয়।
ফুল পেলেই আমরা যেন শিশুর মতো খেলায় মেতে উঠি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদের মন ভরিয়ে তোলে। ফুলের সৌরভে, রঙের মেলায় আমরা হাসাহাসি আর আনন্দ ভাগাভাগি করি। পাহাড়ি সবুজ প্রকৃতির মাঝে এমন মুহূর্ত সত্যিই অসাধারণ, মনে চিরস্মরণীয় হয়ে থাকে।
পাড়ার ঘরে ফুল গুজে রেখেছে পূজো করার পরে।
গুগল ম্যাপে লোকেশন শেয়ার করতে পারছি না, দুঃখিত। পাহাড়ের গভীরে থাকার কারণে আমাদের GPS ও ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল, যার ফলে আমরা সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম।