বালিয়া মসজিদঃ এক ঐতিহাসিক নিদর্শন

বালিয়া মসজিদ , ছোট বালিয়া জামে মসজিদ বা জ্বীনের মসজিদ নামে এই ঐতিহ্যবাহী মসজিদটি পরিচিত। এটি ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানাহতে ৩.৭ কি.মি. পূর্বে ছোট বালিয়া গ্রামে অবস্থিত।

ইতিহাস থেকে জানা যায়, মেহের বকস সরকার এর আদি নিবাস ভারত-এর বিহার রাজ্যে। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাএর পরাজয়ের পর মেহের বকসের দাদা সপরিবারে বিহার থেকে জলপাইগুড়ি চলে আসেন। পরবর্তীতে মেহের বকসের বাবা রাজ-এ-মোহাম্মদ ঠাকুরগাঁও মহকুমার বালিয়ায় এসে ব্যবসা বাণিজ্য করে সমৃদ্ধি অর্জন করেন। স্থানীয় জমিদারের সাথে সুসম্পর্কের প্রেক্ষিতে রাজ-এ-মোহাম্মদ তার ছেলে মেহের বকস এর সাথে তৎকালীন জমিদার কন্যার বিবি গুলমতি নেছার বিয়ে হয়। পরবর্তীতে


গুলমতি নেছা বাবার জমিদারীর উত্তরাধিকারী মনোনীত হন। গুলমতি নেছা ব্রিটিশদের কাছে সঠিক সময়ে নিজের জমিদারী কর পৌছানোর জন্য চৌধুরানী উপাধী লাভ করেন। মেহের বকস সরকারও সে সূত্রে চৌধুরী হিসেবে পরিচিতি লাভ করেন। যদিও জমিদারী গুলমতি চৌধুরানীর নামেই ছিল, কিন্তু কার্যত শাসন করতেন মেহের বকস।

18 Likes

Wonderful photos and informations you shared with us @Maverick_Mizan in this Heritage Treasures day.

1 Like

অসাধারণ মসজিদ, সেই সাথে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন।

1 Like

Nice information and photos @Shakilbd0

Please share the Google Maps link to this place so that local guides can reach here easily.

Also make sure to share your own experience at the place, instead of sharing general information that can be found elsewhere on the internet.

You may include information like how to reach here, any public transport available, parking facility, entry ticket, tour guide availability, timings, where to eat and stay nearby if required, etc.

2 Likes

Thanks for your nice advices

Thanks for sharing us the historical background of this mosque… keep it up brother.

1 Like

Nice & informative post…

1 Like

Thanks a lot

Thank you for your comment

1 Like