বালিয়া মসজিদ , ছোট বালিয়া জামে মসজিদ বা জ্বীনের মসজিদ নামে এই ঐতিহ্যবাহী মসজিদটি পরিচিত। এটি ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানাহতে ৩.৭ কি.মি. পূর্বে ছোট বালিয়া গ্রামে অবস্থিত।
ইতিহাস থেকে জানা যায়, মেহের বকস সরকার এর আদি নিবাস ভারত-এর বিহার রাজ্যে। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাএর পরাজয়ের পর মেহের বকসের দাদা সপরিবারে বিহার থেকে জলপাইগুড়ি চলে আসেন। পরবর্তীতে মেহের বকসের বাবা রাজ-এ-মোহাম্মদ ঠাকুরগাঁও মহকুমার বালিয়ায় এসে ব্যবসা বাণিজ্য করে সমৃদ্ধি অর্জন করেন। স্থানীয় জমিদারের সাথে সুসম্পর্কের প্রেক্ষিতে রাজ-এ-মোহাম্মদ তার ছেলে মেহের বকস এর সাথে তৎকালীন জমিদার কন্যার বিবি গুলমতি নেছার বিয়ে হয়। পরবর্তীতে
গুলমতি নেছা বাবার জমিদারীর উত্তরাধিকারী মনোনীত হন। গুলমতি নেছা ব্রিটিশদের কাছে সঠিক সময়ে নিজের জমিদারী কর পৌছানোর জন্য চৌধুরানী উপাধী লাভ করেন। মেহের বকস সরকারও সে সূত্রে চৌধুরী হিসেবে পরিচিতি লাভ করেন। যদিও জমিদারী গুলমতি চৌধুরানীর নামেই ছিল, কিন্তু কার্যত শাসন করতেন মেহের বকস।