আমিয়াখুম বাংলাদেশের অন্যতম অপূর্ব এবং প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ একটি জলপ্রপাত, যা বান্দরবানের থানচি উপজেলার দুর্গম নাক্ষিয়ং নামক স্থানে অবস্থিত। পাথর আর সবুজ পাহাড়ের মাঝে দুধসাদা জলধারা প্রবল বেগে নেমে এসে পাথরের গা বেয়ে গড়িয়ে পড়ছে। ফেনায়িত এই জলধারার শব্দ আর প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। স্থানীয়রা একে বাংলার ভূস্বর্গ বলে অভিহিত করে।
‘খুম’ শব্দটি মারমা ভাষায় জলপ্রপাত বোঝায়। পাহাড়ি সাঙ্গু নদী তার বয়ে চলার পথে বহু ছোট বড় জলপ্রপাত তৈরি করেছে, যার মধ্যে আমিয়াখুম অন্যতম। খুম এমন একটি স্থান, যেখানে পানি কখনো সম্পূর্ণ শুকিয়ে যায় না। বর্ষাকালে এই জলপ্রপাত তার পূর্ণ যৌবনে ফিরে আসে, যখন বিশাল জলধারা তীব্র বেগে নিচের দিকে ধাবিত হয়।
আমিয়াখুম ভ্রমণ করতে হলে বেশ কষ্টকর পথ পাড়ি দিতে হয়। বান্দরবান থেকে প্রায় ৭৬ কিলোমিটার দূরে থানচি হয়ে সেখানে পৌঁছাতে হয়। থানচি থেকে রেমাক্রি, পদ্মঝিরি, থুইসাপাড়া, দেবতাপাহাড় হয়ে আমিয়াখুম যাওয়া যায়। অন্য একটি পথ হলো থানচি থেকে রেমাক্রি, নাফাখুম, থুইসাপাড়া হয়ে আমিয়াখুম পৌঁছানো। পাহাড়ের এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কষ্ট আমিয়াখুমের সৌন্দর্য দেখার পর মুহূর্তেই ভুলে যায় সবাই।
আমিয়াখুম শুধুমাত্র একটি জলপ্রপাত নয়, এটি প্রকৃতির অপার রহস্য আর সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। এর প্রতিটি জলধারা, পাথুরে সৌন্দর্য, চারপাশের সবুজ প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। প্রকৃতির এই অপার সৌন্দর্য সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব।