সূর্যকেতন : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ রেলকর্মীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ

ঢাকা কমলাপুর রেলস্টেশনে আমরা অনেকেই যাতায়াত করি।
কখনো হয়তো খেয়ালও করিনা একটা ভাস্কর্য নির্মিত হয়েছে স্টেশনের ভিআইপি গেটের ঠিক সামনে।
আমি নিজেও খেয়াল করিনি কখনো, গতকাল হঠাৎ চোখে পড়ে গেলো।


একটি রেল লোকোমোটিভ ইঞ্জিনের ওপর দুইটা বন্দুকের এই ভাস্কর্যটির নাম “সূর্যকেতন”।
২০১৯ সালে নির্মিত এই ভাস্কর্যটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহিদ রেল কর্মীদের স্মরণে নির্মিত হয়েছে।
নিয়মিত পরিষ্কার ও যত্নের অভাবে ভাস্কর্যটি দিন দিন তার সৌন্দর্য হারাচ্ছে।
রেল কর্তৃপক্ষের উচিত এই ভাস্কর্যটির রক্ষণাবেক্ষণ ও যত্নে লোক নিয়োগ করা।
Map Location: https://maps.app.goo.gl/QDuViQswMwHLebyF6
Review Link: https://maps.app.goo.gl/PVMVgRunndRMz6Vy9

14 Likes

একাত্তরের স্মৃতি মনে করিয়ে দেয় এমন এই ভাস্কর্যটির সংক্ষিপ্ত ইতিহাস আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এটা সত্যিই প্রশংসনীয় যে আপনি এই ভাস্কর্যটির গুগল ম্যাপস লিংক এবং রিভিউ শেয়ার করেছেন।

1 Like

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করার জন্য :blush:

আপনাকে লোকাল গাইড কানেক্ট ফোরামে স্বাগতম @Arif.007
তবে আপনার লেখা দেখে আমি কয়েকটা মন্তব্য করতে চাই প্রথম কথা হচ্ছে আপনি যেভাবে শুরু করেছেন লেখাটা এটা দেখে মনে হচ্ছে এটা অনেকটা সোশ্যাল মিডিয়ার মত লিখেছেন কিন্তু ব্যাপারটা এরকম না ,
এখানে আন্তর্জাতিক একটা প্ল্যাটফর্ম যেখানে পৃথিবীর সকল দেশের লোকজন নিজ ভাষায় ট্রান্সলেট করে পড়ে থাকে ।
কমলাপুর কি বা কই সেটা অনেকেরই জানা নাই তাই এখানে লেখাটা এভাবে শুরু করতে পারত যে বাংলাদেশের মহান স্বাধীনতা কে কেন্দ্র করে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে যার নাম সূর্যকেতন, তারপরে বিভিন্ন বিস্তারিত বর্ণনা ,
তবে এখানে অবহেলিত বা এই ধরনের দেশের আভ্যন্তরীণ ব্যবস্থাকে এভাবে অবহেলিত বা অন্য কোন অন্য কোন নেগেটিভ শব্দ দিয়ে উপস্থাপন করা থেকে বিরত থাকলে ভালো হয় ,
কারণ এখানে সরকারি কোন প্রতিনিধি নেই বা অন্য কেউ এসে এর রক্ষণাবেক্ষণের কোন ব্যবস্থা করবে না .
আশা করি আপনি ফোরামের আরো অনেকের পোস্টগুলো দেখবেন এবং সেখান থেকে বুঝতে পারবেন কিভাবে উপস্থাপন করতে হয় এই প্লাটফর্মে

2 Likes

ধন্যবাদ @MahabubMunna ভাই আপনার মূল্যবান পরামর্শের জন্য।
পরবর্তী পোস্ট করার আগে আপনার পরামর্শগুলো মাথায় রাখা হবে।

টাইটেল তো আপনি চাইলে এখনো এডিট করে ঠিক করতে পারেন যেমন সূর্যকেতন : মুক্তিযুদ্ধে শহীদ রেল কর্মীদের স্মরণে স্মৃতিস্তম্ভ

1 Like

Done as per your suggestion.
Thanks again bro :slightly_smiling_face:

1 Like

Nice capture! @Arif.007.
Thank you for sharing with us.

1 Like

Thanks @MehediHasanTanvir bhaiya for your nice and appreciating comment :blush:

1 Like