পাহাড়ের প্রতি ভালবাসা যেন আমার অন্তরে গভীরভাবে প্রোথিত। প্রতিবার পাহাড়ের কাছে গেলে মনে হয়, আমি প্রকৃতির এক বিশাল বিস্তৃতির সামনে দাঁড়িয়ে আছি, যেখানে সবুজের সমারোহ, শান্ত নদী আর বিশাল পাথুরে দেয়াল মিলে এক অনন্য সৌন্দর্যের সৃষ্টি করেছে। ছবিতে দেখা যায়, আমি এক পাহাড়ি ঝর্ণার পাড়ে দাঁড়িয়ে প্রকৃতির সেই মহিমা উপভোগ করছি।
সেই দিনের অভিজ্ঞতা ছিলো অবিস্মরণীয়। ঝর্ণার স্বচ্ছ জলে পাথরের প্রতিফলন, পাশের পাথুরে দেওয়াল আর সবুজ গাছপালা যেন এক অদ্ভুত প্রশান্তি এনে দিয়েছিলো। প্রকৃতির এই বিশালতার মাঝে দাঁড়িয়ে মনে হচ্ছিল, আমি কত ক্ষুদ্র!
পাহাড় আমাকে বারবার শেখায় ধৈর্য, স্থিরতা আর প্রকৃতির প্রতি শ্রদ্ধা। যখনই পাহাড়ের দিকে পা বাড়াই, মনে হয় যেন প্রকৃতির কোলে ফিরে যাচ্ছি। পাহাড়ের এই নিরবতা, সৌন্দর্য আর রহস্য আমাকে মুগ্ধ করে। প্রকৃতির এমন অনাবিল সৌন্দর্য উপভোগের সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের।
পর্যটন স্থান আমাদের সম্পদ, তাই প্রকৃতি ও সৌন্দর্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন এবং সকলকে যত্নবান হতে উৎসাহিত করুন।
গুগল ম্যাপ লোকেশন: https://maps.app.goo.gl/aJbYdUv33zGMQ5HFA