এক জায়গাতেই শ্রীমঙ্গলের পুরো ছবি



আজকে আপনাদের বলব শ্রীমঙ্গলের এমন একটি জায়গার কথা, যেখানে গেলে পুরো শ্রীমঙ্গল ঘুরার স্বাদ পেয়ে যাবেন,বলছিলাম শ্রীমঙ্গল দার্জিলিং টিলার কথা, অসাধারণ একটি যায়গা,চারদিকে পাহাড় আর পাহাড়ের বুক চিরে সারি সারি চা বাগান।অনেকেই হয়ত জায়গাটা চিনেন, যারা চিনেন না তারা যেয়ে দেখে আসতে পারেন। শ্রীমঙ্গল শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে এর অবস্থান।তবে এখানে গেলে হাঁটার জন্য প্রস্তুতি নিয়ে যাবেন।

এখানে কোন প্রবেশ ফি নেই।

এর ভিতরে গাড়ি নিয়ে যেতে পারবেন না ,তবে গাড়ি পার্কিং এর জায়গা আছে,

প্রবেশের পূর্বে আপনাদের নাম এন্ট্রি করবে।
Today I will tell you about a place in Sreemangal, where if you go, you will get the taste of visiting the whole Sreemangal, I was talking about Sreemangal Darjeeling Tila, an extraordinary place, with mountains all around and rows of tea gardens on the mountainside. Many people may know the place, those who don’t know can go and see it. It is located just 10 kilometers away from Sreemangal city. However, if you go here, be prepared for walking.
There is no entry fee here.
You cannot take your car inside, but there is a car parking space,
your name will be entered before entering.

10 Likes

Informative post