বঙ্গোপসাগরের মাঝে জেগে ওঠা পর্যটনের নতুন সম্ভাবনার নাম “চর বিজয়”। কুয়াকাটা সমূদ্র সৈকত থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে এটি অবস্থিত।
ট্রলার কিংবা স্পিডবোটে খুব সহজেই দ্বীপে ঘুরে আসা যায়। সম্পুর্ন কোলাহল মুক্ত এ দ্বীপে শুধু পাখি ও লাল কাকড়ার অবাধ বিচরন। প্রায় দশ বর্গকিলোমিটার এর এই দ্বীপটিতে বসে দেখা যায় অপরুপ সূর্যদয় ও সূর্যাস্ত। চারদিকে সমূদ্রের গর্জন ও পাখির কিচির মিচির শব্দ যে কারো মনকে জয় করে নিবে।