সদর হাসপাতালের পুকুর | অনুগল্প ৩

এই পুকুরটির নাম “সদর হাসপাতালের পুকুর”। এটি কুমিল্লা জেলার সদর এলাকায় অবস্থিত কুমিল্লা জেনারেল হাসপাতালের আঙিনায় অবস্থিত। পুকুরটি আয়তনে বেশ বড় এবং শান্ত পরিবেশ তৈরি করেছে। এর চারপাশে সবুজ গাছপালা, হাসপাতালের ভবন এবং আবাসিক এলাকা রয়েছে। পুকুরের পানিতে আশপাশের ভবন, নীল আকাশে ও গাছের প্রতিবিম্ব স্পষ্টভাবে দেখা যায়, যা দৃশ্যটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে। পুকুরের পাশে একটি হেলে পড়া নারিকেল গাছ দৃশ্যটিকে আরও আকর্ষণীয় করেছে। স্থানীয় বাসিন্দা বা হাসপাতালের সেবা গ্রহীতারা এখানে বিশ্রাম ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে থাকে। পুকুরটি হাসপাতালের পরিবেশকে স্নিগ্ধ ও প্রশান্তিময় করে তুলেছে।

20 Likes

অনেক সুন্দর পুকুর @MehediHasanTanvir

3 Likes

কুমিল্লা আসলে দেখে যাবেন। অনেক ভালো লাগবে। বর্ষার শেষ দিকে আরো বেশি সুন্দর লাগে।

2 Likes

@MehediHasanTanvir ভাই চমৎকার একটি ছবি

1 Like

Thank you! @RazzuilbakyRozzub

nice capture @MehediHasanTanvir :+1:

1 Like

Thank you @PatraSomnath