এই সুন্দর পাহাড়ি পাড়াটির নাম “নয়া পাড়া” বা “নতুন পাড়া”। এটি বাংলাদেশের অন্যতম উচ্চতম পর্বত (অফিশিয়ালি স্বীকৃত নয়) সাকা হাফং-এর সবচেয়ে নিকটবর্তী পাড়া। পাড়াটি বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত। এখানে পৌঁছাতে হলে লিকোলাস পাড়া থেকে প্রায় ৪ ঘণ্টা পাহাড়ি পথে হাঁটতে হয়। এই পথের মাঝে একটি বিজিবি ক্যাম্প রয়েছে। সাধারণত বিজিবি অনুমতি না দিলে সামনে যাওয়া যায় না। তাই আমরা ক্যাম্প থেকে লুকিয়ে একটি বিকল্প পথ ধরে এগিয়ে যাই। বিজিবি ক্যাম্পের সীমানা পার হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হয় সন্ধ্যা পর্যন্ত, যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। তখনই আমরা সুরক্ষিতভাবে ক্যাম্পটি পার হই।
রাত ৭টা বা সাড়ে ৭টার দিকে আমরা নয়া পাড়ায় পৌঁছাই। সেই রাতে চাঁদের আলোয় পুরো পাড়াটির সৌন্দর্য যেন অন্যরকম হয়ে উঠেছিল। চারপাশের নীরবতা আর পাহাড়ি পরিবেশ আমাদের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দিয়েছিল। রাতে বিশ্রাম নেওয়ার পর সকালে পুরো পাড়াটি ঘুরে দেখার সুযোগ পাই। ছোট্ট এই পাড়াটিতে বেশ কয়েকটি বাঁশের তৈরি ঘর রয়েছে, আর পাহাড়ি জীবনযাত্রার সরলতা যেন এখানে স্পষ্টভাবে ধরা পড়ে।
সকালের আলোয় পাড়াটির সৌন্দর্য যেন আরও বেশি মনোমুগ্ধকর মনে হচ্ছিল। এখানকার মানুষজন অতিথিপরায়ণ ও বন্ধুত্বপূর্ণ। পাহাড়ের মাঝে প্রকৃতির এই নিখুঁত সৌন্দর্য, নিস্তব্ধতা এবং গ্রামীণ জীবনযাপনের সরলতা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। সেই অভিজ্ঞতার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে ছবি আকারে ভাগ করে নিলাম, যেন আপনাদেরও এই অসাধারণ পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার সুযোগ হয়।
Thank you for your comment! @ShreyaMusings. We try to follow all the rules and laws. But some places are forbidden for tourist. We try to bypass these areas.