বেশ অনেকদিন ধরেই স্বেচ্ছায় কাজ করে যাচ্ছি গুগল ম্যাপে। গুগল কখনও কিছু পাবো এই ধারণা ছিল না।
তবে কাজ করতে যেয়ে অনেক নতুন বন্ধু ও সহযোগী পেয়েছি। পরিচিত হয়েছি @Google Local Guides Bangladesh এর অনেকের সাথে। অনুপ্রেরণা ও বিভিন্ন নির্দেশনা পেয়েছি অনেকের কাজ থেকে। Bangladesh Local Guides এর অনেকের কাছ থেকেই পেয়েছি অনুপ্রেরণা ও সহযোগিতা।
নতুন বছরের নতুন কিছু দিকে কাজ করার পরিকল্পনা আছে। Bangladesh Local Guides এর পক্ষ থেকে আরো ভালো কিছু করার চেষ্টা সবসময় থাকবে।
#Bangladesh #localguides Connections & celebrations lets-celebrate BD