অপরূপ সৌন্দর্যের নিদর্শন "বড় সরদার বাড়ি"

ঢাকা বিভাগে নারায়ণগঞ্জ জেলার অবস্থিত এই “বড় সরদার বাড়ি”। পানাম নগর থেকে ৫০০ গজ দূরে অবস্থিত । এ বাড়িটির মূল আকর্ষণ হচ্ছে সূক্ষ্ম টেরাকোটা এবং অসাধারণ কারুকার্য।

এই বড় সরদার বাড়িটির ইটের ফাঁকে ফাঁকে রয়েছে ইতিহাসের ভরপুর। এই দালানটি প্রায় মোট ২৭৪০০ বর্গফুটের নিচ তলায় ৪৭ টি এবং দোতালায় ৩৮ টি কক্ষ রয়েছে।

বাড়ির সামনে ও পেছনে উভয় পাশেই রয়েছে চমৎকার দুটি দীঘি। সামনের দীঘিটিতে চোখে পড়বে তলোয়ার হাতে ঘোড়ার পিঠে দুই সৈনিকের মূর্তি। আর সর্দার বাড়ির পেছনের দীঘিতে দেখতে পাবেন শান বাঁধানো ঘাট। যে কেউ চাইলে এই ঘাটে বসে উপভোগ করতে পারেন চমৎকার মুহূর্ত।

Boro Sarder Bari

9 Likes

পুরাতন বাড়িগুলো ঘুরে দেখার খুব ইচ্ছে

অনেক সুন্দর ও দেখা ভালো লাগছে। আমাদের ঐতহ্য, আমাদের গর্ব!