আলীকদম উপজেলার পোয়ামুহুরী থেকে প্রায় ৮ ঘণ্টা হাঁটার পর আমরা পৌঁছাই মনোরম আন্দালি পাড়ায়। দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিয়ে যখন পাড়ায় পৌঁছাই, তখন পাহাড়ের নিস্তব্ধতা আর প্রকৃতির সৌন্দর্য আমাদের ক্লান্তি ভুলিয়ে দেয়। আন্দালি পাড়াটি ছোট হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। এখানে আমরা রাত্রি যাপন করি এবং স্থানীয়দের আতিথেয়তায় মুগ্ধ হই।
পরদিন সকালে আমরা রওনা দেই মাঙছাই পাড়ার উদ্দেশ্যে। মাঙছাই পাড়া খুবই ছোট একটি বসতি, যেখানে মাত্র পাঁচটি ঘর রয়েছে। পাড়াটি ছোট হলেও এখানকার মানুষের সরলতা এবং বন্ধন প্রশংসনীয়। এখানকার পরিবেশ শান্ত ও নিরিবিলি, যা প্রকৃতিপ্রেমীদের মন ছুঁয়ে যায়।
(মাঙছাই পাড়া যাওয়ার পথে একটি জুম ঘরে বসে আমরা হালকা নাস্তা করি। আমাদের নাস্তায় ছিল সরিষা তেল দিয়ে মাখানো শুকনো চাল ভাজা, পেঁয়াজ, পাহারি ছোট মরিচ - অনেক ঝাল)
মাঙছাই পাড়ার পাশ দিয়ে সাঙ্গু নদী বয়ে চলেছে, যা এই গ্রামের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। নদীর স্বচ্ছ পানিতে সূর্যের আলো প্রতিফলিত হয়ে তৈরি করে মনোমুগ্ধকর দৃশ্য। পাহাড়, নদী ও সবুজ প্রকৃতির এমন অপূর্ব সমন্বয় মাঙছাই পাড়াকে প্রকৃতির এক অপরূপ রত্ন হিসেবে উপস্থাপন করে।
রিজার্ভ ফরেস্টে হাঁটার সময় আমরা বিশাল গাছ দেখতে পাই অনেক।
15 Likes
Ich würde ja gerne Euren Beitrag lesen, leider funktioniert die Übersetzung in keiner der möglichen Funktionen.
Die Bilder sind wunderbar @MehediHasanTanvir
1 Like
Nach etwa 8 Stunden Fußmarsch von Poamuhuri in Alikadam Upazila erreichen wir das malerische Andali Para. Als wir das Dorf über eine lange hügelige Straße erreichen, lassen uns die Stille der Berge und die Schönheit der Natur unsere Müdigkeit vergessen. Andali Para ist klein, aber seine natürliche Schönheit ist großartig. Hier übernachten wir und sind beeindruckt von der Gastfreundschaft der Einheimischen.
Am nächsten Morgen fuhren wir nach Mangchai Para. Mangchai Para ist eine sehr kleine Siedlung mit nur fünf Häusern. Obwohl das Viertel klein ist, ist die Einfachheit und der Zusammenhalt der Menschen hier bewundernswert. Die Umgebung hier ist ruhig und still, was das Herz von Naturliebhabern berührt.
(Auf dem Weg nach Manchai Para saßen wir in einem Jhum-Haus und frühstückten leicht. Unser Frühstück bestand aus gebratenem, trockenem Reis, bestrichen mit Senföl, Zwiebeln, kleinen Pahari-Chilis – viel Jhal)
Der Fluss Sangu fließt neben dem Viertel Mangchai, was zur Schönheit dieses Dorfes beiträgt. Das im klaren Wasser des Flusses reflektierte Sonnenlicht schafft eine faszinierende Szene. Solch eine wunderbare Kombination aus Bergen, Flüssen und grüner Natur macht Mangchai Para zu einem wunderbaren Juwel der Natur.
Bei einem Spaziergang durch den Schutzwald sehen wir viele riesige Bäume.
1 Like
Herzlichen Dank für deine Übersetzung, ich habe es mit Freuden gelesen, wunderbar @MehediHasanTanvir
1 Like
@MehediHasanTanvir
Walking for 8 hours is not easy! Salute to you. Thanks for sharing about your tour. The puffed rice looks really delicious.
1 Like