স্বপ্নদ্বীপে একদিন


হঠাৎ করে অফিসের একজন কলিগ দাওয়াত দেয় তাদের সাথে পিকনিকে যাওয়ার । প্রথমে রাজি না হলেও পরে যাওয়ার জন্য রাজি হই। পিকনিক স্পট ছিলো ব্রাহ্মণবাড়িয়ার স্বপ্নদ্বীপে।

আমি বর্তমানে থাকি নরসিংদীতে ।২৭ তারিখে ছিলো পিকনিকের ডেট , সকাল ৮ টায় আমি আর আমার এক ছোট ভাই চলে যাই নরসিংদী থানা ঘাটে । সেখান থেকে ট্রলারে করে যাই সন্দ্বীপে , সময় লাগে ২ ঘণ্টার মত । এখান থেকে একজন লোকের যাওয়ার জন্য প্রায় ১৫০ থেকে ২০০ টাকার মত লাগে ট্রলারে।আমাদের ট্রলার ৯ টায় ছাড়ে এবং ১১ দিকে পৌঁছাই।

এটাকে আপনি পিকনিক স্পট,পার্ক বা রিসোর্ট যেকোনোটাই বলতে পারেন। এটি মেঘনা নদীর বুকে জেগে ওঠা একটি চরের মধ্যের জায়গা । এখানে নৌকা বা ট্রলার ছাড়া যাওয়ার তেমন কোন উপায় দেখলাম না । এটি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের চরসিবপুর নামের জায়গায় অবস্থিত । এখানের প্রবেশ মূল্য ৫০ টাকা ।

এখানে বাইরের খাবার দাবার নিয়ে ঢোকার নিষেধ , ভিতরে ছোট একটি দোকান আছে যেখানে স্বাভাবিক মূল্যের থেকে সামান্য একটু বেশি মূল্যে খাবার পাবেন । এছাড়া এখানে একটি ফুচকা ও চটপটির দোকান রয়েছে , আর রান্নাবান্না করে খাওয়ার জন্য জায়গা রয়েছে ।

এখানে সুন্দর একটি মসজিদ, একটি বড় পুকুর ,একটি খেলার মাঠ রয়েছে । খেলার মাঠে কোন ম্যাচ খেলতে হলে আগে থেকে বুকিং দিতে হয় , তবে যারা ভিতরে যায় টিকিট কেটে তারাও ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে খেলতে পারে এখানে । এখানে ছোট ছোট তিনটি কটেজের মতো আছে থাকার জন্য । এর এক সাইডে জঙ্গলের মত একটা ভাইব দেওয়া হয়েছে , গাছপালার মধ্যে দিয়ে রাস্তায় গেছে ।

এর সামনের দিকটা গোছানো থাকলেও পিছনের এক দিক প্রায় অরক্ষিত। মেইনটেনেন্স এর অভাবে এখানে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে যেমন সুইমিং পুল , রেলগাড়ি ।

ভিতরে বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন রাইড রয়েছে তবে এর জন্য আলাদা পেমেন্ট করতে হবে আপনাকে ।

তবে সব থেকে বড় কথা হল আপনি এখানে আসলে একটা সুন্দর নির্মল গোছানো পরিবেশ পাবেন। চারপাশে কোন ময়লা নাই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন । এই জিনিসটা তারা অনেক সুন্দরভাবে মেনটেন করেছে। আপনারা চাইলে পরিবারসহ এখান থেকে ঘুরে আসতে পারেন।

গুগল ম্যাপ লিংক - https://maps.app.goo.gl/jXFvSfd9MPMznbXr8

18 Likes

Ich habe die verschiedenen Übersetzung Möglichkeiten versucht, leider funktioniert nichts davon.
Die Bilder gefallen mir sehr gut :pray::+1: @mkshikari.bd

Dear @Annaelisa , I am sincerely sorry for your inconvenience. It is written in Bengali language.

1 Like

Ich liebe es eure Schriftzeichen zu sehen auch wenn ich diese nicht lesen kann.
Genau so auch bei vielen anderen Ländern.
Das der Übersetzer öfters nicht übersetzt kommt leider häufig vor und so bin ich für die Hilfe dankbar :pray:
@mkshikari.bd

1 Like