হঠাৎ করে অফিসের একজন কলিগ দাওয়াত দেয় তাদের সাথে পিকনিকে যাওয়ার । প্রথমে রাজি না হলেও পরে যাওয়ার জন্য রাজি হই। পিকনিক স্পট ছিলো ব্রাহ্মণবাড়িয়ার স্বপ্নদ্বীপে।
আমি বর্তমানে থাকি নরসিংদীতে ।২৭ তারিখে ছিলো পিকনিকের ডেট , সকাল ৮ টায় আমি আর আমার এক ছোট ভাই চলে যাই নরসিংদী থানা ঘাটে । সেখান থেকে ট্রলারে করে যাই সন্দ্বীপে , সময় লাগে ২ ঘণ্টার মত । এখান থেকে একজন লোকের যাওয়ার জন্য প্রায় ১৫০ থেকে ২০০ টাকার মত লাগে ট্রলারে।আমাদের ট্রলার ৯ টায় ছাড়ে এবং ১১ দিকে পৌঁছাই।
এটাকে আপনি পিকনিক স্পট,পার্ক বা রিসোর্ট যেকোনোটাই বলতে পারেন। এটি মেঘনা নদীর বুকে জেগে ওঠা একটি চরের মধ্যের জায়গা । এখানে নৌকা বা ট্রলার ছাড়া যাওয়ার তেমন কোন উপায় দেখলাম না । এটি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের চরসিবপুর নামের জায়গায় অবস্থিত । এখানের প্রবেশ মূল্য ৫০ টাকা ।
এখানে বাইরের খাবার দাবার নিয়ে ঢোকার নিষেধ , ভিতরে ছোট একটি দোকান আছে যেখানে স্বাভাবিক মূল্যের থেকে সামান্য একটু বেশি মূল্যে খাবার পাবেন । এছাড়া এখানে একটি ফুচকা ও চটপটির দোকান রয়েছে , আর রান্নাবান্না করে খাওয়ার জন্য জায়গা রয়েছে ।
এখানে সুন্দর একটি মসজিদ, একটি বড় পুকুর ,একটি খেলার মাঠ রয়েছে । খেলার মাঠে কোন ম্যাচ খেলতে হলে আগে থেকে বুকিং দিতে হয় , তবে যারা ভিতরে যায় টিকিট কেটে তারাও ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে খেলতে পারে এখানে । এখানে ছোট ছোট তিনটি কটেজের মতো আছে থাকার জন্য । এর এক সাইডে জঙ্গলের মত একটা ভাইব দেওয়া হয়েছে , গাছপালার মধ্যে দিয়ে রাস্তায় গেছে ।
এর সামনের দিকটা গোছানো থাকলেও পিছনের এক দিক প্রায় অরক্ষিত। মেইনটেনেন্স এর অভাবে এখানে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে যেমন সুইমিং পুল , রেলগাড়ি ।
ভিতরে বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন রাইড রয়েছে তবে এর জন্য আলাদা পেমেন্ট করতে হবে আপনাকে ।
তবে সব থেকে বড় কথা হল আপনি এখানে আসলে একটা সুন্দর নির্মল গোছানো পরিবেশ পাবেন। চারপাশে কোন ময়লা নাই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন । এই জিনিসটা তারা অনেক সুন্দরভাবে মেনটেন করেছে। আপনারা চাইলে পরিবারসহ এখান থেকে ঘুরে আসতে পারেন।
গুগল ম্যাপ লিংক - https://maps.app.goo.gl/jXFvSfd9MPMznbXr8