সবুজের সমারোহ ভালুকার কাদিগড় জাতীয় উদ্যান

যদি সবুজের মাঝে নিজেকে বিলিয়ে দিতে চান তবে ঘুরে আসতে পারেন ময়মনসিংহের ভালুকা উপজেলার কাদিগড় জাতীয় উদ্যান থেকে।

ময়মনসিংহ থেকে প্রায় ৫৬ কিলোমিটার দক্ষিণে, ভাওয়াল জাতীয় উদ্যান থেকে ৪৫ কিলোমিটার উত্তরে ভালুকা সদর থেকে ২০ কিলোমিটার দূরে কাদিগড় জাতীয় উদ্যানের অবস্থান।

নামকরনে যা প্রচলিত আছে- অনেক আগে থেকে এই জঙ্গলের কাঠ ও গাছ সরকারি টেন্ডারের মাধমে কাদির মিয়াঁ নামে এক কাঠ ব্যবসায়ী কিনে থাকতেন। তার একক আধিপত্তের কারণে অন্য কেউই অংশ গ্রহন করতে পারতো না। তার এই দাপুটে স্বভাবের কারনেই পরবর্তীতে এই জঙ্গলটির নাম হয়ে যায় কাদির মিয়াঁর জঙ্গল, যা এখন কাদিগড় জাতীয় উদ্যান নামে পরিচিত।

শাল,মনমোহিনী গজারী বাগান, সেগুন বাগান বিভিন্ন প্রজাতির ঔষধি ও ফলজ বৃক্ষ।

প্রাণীকূলের মধ্যে হনুমান ,বানর, শিয়াল, শজারু, মেছো বিড়াল, বনবিড়াল, বাগডাশ ও বেজী দেখতে পাওয়া যায়।

এছারা আছে কয়েক প্রজাতির সাপ, বেঙ ,তক্ষক, গুইসাপ। হরেক রকমের পাখির কিচির মিচির আর প্রজাপতির রঙ্গিন পাখা মেলে উরাউরি এক অনন্য সুন্দর প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট বনের অপূর্ব সমন্বয়।

মনমোহিনী গজারী বাগান, সেগুন বাগান সহ সবুজের এই সমারোহতে সময় কাটাতে পারবেন। প্রকৃতির একান্ত সান্নিধ্যে এই সবুজের সমারোহ আর মন ভুলানো পাখির কলকাকলী প্রকৃতিপ্রেমী মানুষকে করে তুলে বিমোহিত।

ভাগ্য ভালো থাকলে দেখা মিলতে পারে হনুমান ও বানরের। তবে বর্ষাকালে কাঁচা রাস্তা থাকায় একটু অসুবিধা হয় ভ্রমনে।

তবে শুষ্ক মৌসুমে এখানে অনেক লোক বনভোজনে আসে আর নিজেকে সমর্পণ করে প্রকৃতির সম্মোহনী শক্তির কাছে।

এই জাতীয় উদ্যানটির আয়তম ৯৫০ একর। এখানে নির্মান করা হয়েছে একটি ওয়াচ টাওয়ার, ২টি ইকো কটেজ, ২টি গোলঘর, পিকনিক স্পট, পুকুরের পাড় তৈরি হয়েছে দৃষ্টিনন্দন ভাবে, শিশুদের বিনোদনের জন্য করা হয়েছে শিশু পার্ক আর বসার জন্য রয়েছে অসংখ্য বেঞ্চ।

তবে এখানের সব থেকে আকর্ষনীয় দিকটি হলো- সবুজের সমারোহ। ঘন্টার পর ঘন্টা সবুজের শীতল ছায়ায় কাটাতে পারবেন একান্তে কিংবা বন্ধু বান্ধব নিয়ে।

যেভাবে যাবেন-
ময়মনসিংহ থেকে বাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার সিডস্টোর বাজার বাসস্ট্যান্ডে নামতে হবে।

এরপর সিডষ্টোর-সখিপুর সড়কে অটো বা সিএনজিতে করে ৬ কিলোমিটার পাড়ি দিয়ে কাচিনা, কাচিনা থেকে পাকাসড়কে ২ কিলোমিটার উত্তরে পালগাঁও চৌরাস্তায় থামলেই জাতীয় উদ্যানের প্রধান প্রবেশদ্বার।

সেখানে রয়েছে ভ্যান গাড়ি, ইচ্ছে হলে হেঁটেই যেতে পারেন আবার ভ্যানেও যেতে পারেন।

গুগল ম্যাপ লোকেশন

6 Likes

বাহ দারুণ সুন্দর বাগান।

শ্রীগ্রই ঘুরতে আসবো।

শেয়ার করার জন্য ধন্যবাদ @Mehedi_Abdullah

1 Like

@Mehedi_Abdullah ছবি গুলি অসাধারণ সুন্দর, লেখা ও ছবির মাধ্যমে সবুজ-শ্যামল উদ্যান এর সংগে পরিচয় করানোর জন্য ধন্যবাদ