বিজয়ের মাস ডিসেম্বর, আমাদের ইতিহাসের গর্বিত অধ্যায়। একই সঙ্গে, ২০২৪ এর শেষ প্রান্তে এসে পিছন ফিরে তাকালে কত স্মৃতি, কত গল্প! এ বছর একটি বিশেষ অধ্যায় ছিল আমার জীবনের! আমার বিশ্ববিদ্যালয়ের শেষ বছর, সড়ক দুর্ঘটনা, হাসপাতালের ক্যাবিনে শুইয়ে সেরা উঠার দিন গুনা, বিভিন্ন জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা, জুলাই বিপ্লব দেখা, অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ নেয়া, খাওয়া-দাওয়া, অনেক মানুষের সাথে পরিচয় আর ভালোবাসা পাওয়া, ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ—মানুষের উচ্ছ্বাস, ঐক্যের মুহূর্ত, আর নিজের সীমাকে ছাড়িয়ে যাওয়ার আনন্দ।
২০২৪ আমাকে শিখিয়েছে নতুন চ্যালেঞ্জ নিতে, অভিজ্ঞতা ভাগ করে নিতে এবং জীবনকে আরও গভীরভাবে উপভোগ করতে। সব মিলিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার কাছে অনেক অনেক শুকরিয়া।
এবার ২০২৫-এর পথে!
আপনার ২০২৪-এর সেরা মুহূর্ত কোনটি? চলুন শেয়ার করি!