সাকা হাফং: বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ (আন-অফিসিয়াল) ও অভিযানের রোমাঞ্চকর পথ

সাকা হাফং (Saka Haphong) বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হিসেবে স্বীকৃত। এটি মদক তং বা মোদক তুয়াং নামেও পরিচিত। স্থানীয় মুরং জনগোষ্ঠী একে বলে “বর্ডার হুম,” আর বোম সম্প্রদায়ের ভাষায় এটি “ক্ল্যাংময়” নামে পরিচিত। বিভিন্ন মানচিত্র ও জিপিএস ডেটার মাধ্যমে জানা যায়, এর উচ্চতা ১০৫০ মিটার বা ৩৪৪৫ ফুট (জরিপ: ১২ ডিসেম্বর ২০১৪)। এই পর্বতশৃঙ্গ শুধু উচ্চতার জন্য নয়, ভৌগোলিক সৌন্দর্য এবং প্রাকৃতিক বৈচিত্র্যের জন্যও বিশেষভাবে পরিচিত।

সাকা হাফং-এ পৌঁছানোর জন্য থানচি থেকে দুটি মূল রুট ব্যবহার করা হয়। প্রথম রুটটি থানচি থেকে বোর্ডিং পাড়া, শেরকর পাড়া, তাজিংডং, সিম্পাম্পি পাড়া, হান্জরাই পাড়া হয়ে নেফিউ পাড়া হয়ে চূড়ায় পৌঁছায়। শেরকর পাড়া থেকে তাজিংডং এড়িয়ে দো তং পাড়া হয়ে সাজাই পাড়া দিয়েও যাওয়া যায়, যদিও এই পথে জঙ্গল এবং ঝোপঝাড় কেটে যেতে হয়, এবং পানি ও ছায়ার অভাব থাকে। দ্বিতীয় রুটটি থানচি থেকে বোর্ডিং পাড়া, কাইতং পাড়া, জিরি ধরে সিম্পাম্পি পাড়া, হান্জরাই পাড়া হয়ে নেফিউ পাড়া দিয়ে চূড়ায় পৌঁছানোর একটি বিকল্প পথ।

রুমা থেকে সাকা হাফং যাওয়ার পথেও রয়েছে বিভিন্ন বিকল্প। প্রথম রুটটি বগা লেক থেকে কেওক্রাডং, থাইক্যাং পাড়া, দুলাচরণ পাড়া, হান্জরাই পাড়া এবং নেফিউ পাড়া হয়ে চূড়ায় পৌঁছায়। দ্বিতীয় রুটে কেওক্রাডং থেকে থাইক্যাং পাড়া এড়িয়ে রেমাক্রি খালের পাশ দিয়ে নতুন বোম পাড়া হয়ে সামিটে পৌঁছানো যায়। বর্ষার সময় খাল ধরে যাতায়াত কঠিন হলে থাইক্যাং পাড়া হয়ে তাম্ল পাড়া দিয়ে হান্জরাই পাড়া ও নেফিউ পাড়ার মাধ্যমে চূড়ায় যাওয়া হয়। এছাড়া বগা লেক, কেওক্রাডং, বাকলাই এবং সিম্পাম্পি হয়ে তাজিংডং ঘুরে সামিটে পৌঁছানোর রুটটি বেশি জনপ্রিয়, যা অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ নিয়ে আসে।

গুগল ম্যাপ লিংকঃ https://maps.app.goo.gl/Yf8cr8WJGCx6R9BJ6

20 Likes

অনেক সুন্দর তথ্য। ধন্যবাদ

1 Like

Nice place

1 Like

Thank you for your comment. I appreciate it.

Thank you for your comment. I appreciate it. Have a nice day.

Beautiful pictures

1 Like

@ShreyaMusings Thank you. Really a beautiful place.

1 Like

Apnar chobi gulo darun @MehediHasanTanvir :v:

1 Like

Thank you! Have a nice day.

1 Like

দারুণ অভিজ্ঞতা।
বান্দরবন বেশ কয়েকবার গিয়েছি কিন্তু আলিকদম-থানচি যাওয়া হয়নি কোননা কোন ঝামেলার কারণে।

1 Like

এখনত বন্ধ, যাওয়া যাবে না। খবর রাখেন, যখন খুলবে তখন যেতে পারবেন।

1 Like

হুম, একটা বাইক ট্যুর দেওয়ার ইচ্ছা আছে।

1 Like

কিন্তু বান্দরবান এর আসল সৌদর্য্য অফ ট্রেইলে। বাইক দিয়ে হবে না। বাইকের রাস্তা নেই।

1 Like

হুম তা যানি। বাইক ট্যুরের ব্যাপারটা ভিন্ন।

1 Like

তা ঠিক, বাইক টুরের আনন্দ অন্য রকম। আমিও দিয়েছিলাম একটা বাইক টুর।

1 Like