পটুয়াখালীকে নিয়ে কিছু কথা

পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় একটি বাজারের প্রাথমিক নাম ছিল “পায়রা পয়েন্ট।” পরবর্তীতে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম অনুসারে এর নাম পরিবর্তন করে “ইউনিভার্সিটি স্কয়ার” রাখা হয়। তবে মজার বিষয় হলো, স্থানীয় লোকজনের কাছে এটি “পাগলা” নামে পরিচিত।

আমি একবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভ্রমণে গিয়েছিলাম। সেখানে রিকশাওয়ালা মামাদের মুখে বারবার “এই পাগলা, এই পাগলা” ডাক শুনে প্রথমে মনে করেছিলাম, তারা হয়তো একে অপরকে গালি দিচ্ছে। পরে কৌতূহলী হয়ে এক রিকশাওয়ালা মামাকে জিজ্ঞাসা করি। তখন তিনি হাসতে হাসতে ব্যাখ্যা করেন যে এটি আসলে বাজারের জনপ্রিয় স্থানীয় নাম, আর তারা যাত্রী ডাকতেই এভাবে চিৎকার করেন।

9 Likes

Hy @tawhidulislamshihab1 ,

Thank you for contributing. But when when you checked your profile, there’s selfie photo in your reviews. Please kindly avoid that! You can check Tips for posting media to Google maps to know about how to add photos!

2 Likes

Your activeness and enthusiasm is impressive @tawhidulislamshihab1 hope your efforts will be helpful for people.

1 Like

@tawhidulislamshihab1 ভাই
পটুয়াখালী পাগলা ভ্রমণের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ.

পূর্বের পাগলামোরে একটি বিমান ছিল বর্তমানের থেকেও সুন্দর ছিল কিন্তু বর্তমানে রাস্তা প্রশস্ত হয়েছে।

1 Like