পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় একটি বাজারের প্রাথমিক নাম ছিল “পায়রা পয়েন্ট।” পরবর্তীতে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম অনুসারে এর নাম পরিবর্তন করে “ইউনিভার্সিটি স্কয়ার” রাখা হয়। তবে মজার বিষয় হলো, স্থানীয় লোকজনের কাছে এটি “পাগলা” নামে পরিচিত।
আমি একবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভ্রমণে গিয়েছিলাম। সেখানে রিকশাওয়ালা মামাদের মুখে বারবার “এই পাগলা, এই পাগলা” ডাক শুনে প্রথমে মনে করেছিলাম, তারা হয়তো একে অপরকে গালি দিচ্ছে। পরে কৌতূহলী হয়ে এক রিকশাওয়ালা মামাকে জিজ্ঞাসা করি। তখন তিনি হাসতে হাসতে ব্যাখ্যা করেন যে এটি আসলে বাজারের জনপ্রিয় স্থানীয় নাম, আর তারা যাত্রী ডাকতেই এভাবে চিৎকার করেন।