টি ইন র্গাডেন রেষ্টুরেন্ট, ময়েজ মিয়ার বগান বাড়ী, রহমান নগর, বগুড়া সদর, বগুড়া।
বগুড়া শহরের প্রান কেন্দ্র সাতমাথা হতে জন প্রতি 10 টাকার গাড়ী ভাড়া দিয়ে আপনি একা অথবা পরিবার অথবা বন্ধু-বান্ধব নিয়ে প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর জন্য সুন্দর একটি জায়গা। এখানে প্রচুর পরিমান দেশি ও বিদেশী গাছ দিয়ে সুন্দর ভাবে সাজানো আছে। রাত্রি বেলাতে প্রচুর আলো ব্যবস্থা আছে।
ছোট ছেলে-মেয়েদের খেলাধূলা করার জন্য অনেক ধরনের খেলনা আছে।
সুন্দর ও শান্ত পরিবেশে নিরিবিলি সময় কাটানোর জন্য এবং সুস্বাদু ও মজাদার স্বাস্থ্যসম্মত খাবারের বিপুল সমারহ আছে। আপনি খোলামেলা মুক্ত পরিবেশে অথবা ঘরের মাঝে বসে খাবার খেতে পারবেন।
সপ্তাহের প্রতিদিন বেলা 12.00 টা হতে রাত্রি 10.30 টা খোলা থাকে।
ম্যাপ লোকেশন- Moyez Mia Bagan Bari, 5800 Sherpur Rd, Bogura