কক্সবাজারের রাখাইনদের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট ফালংজি।


যারা কক্সবাজার ঘুরতে আসেন, মোটামুটি সবাই এখানের লোকাল খাবারটা এই খুজেন, তাদের জন্য ফালংজি রেস্টুরেন্ট বেস্ট অপশন হতে পারে। এখানে পাবেন পাহাড়ি রাখাইনদের সব ঐতিহ্যবাহী খাবার। বিশেষ করে পাহাড়ি হাঁস ভুনা এবং মোরগ খেতে ভুলবেন না। এছাড়া তাদের পাহাড়ি অনেক ধরণের খাবার পাবেন যা আগে কখনো ট্রাই করেননি। আমার দুপুরের খাবার অভিজ্ঞতা খুবই ভালো ছিল। দামের দিক থেকেও বেশিনা। হাইজীন এর বেপারেও ওনারা অনেক সচেতন। সুন্দর একটা পরিবেশ পাবেন।
দামের কথা বললে ওদের মেনু প্রতিদিন এক থাকেনা, আর প্রতিদিন এর মেনু বোর্ডয়ে দেওয়া হয়। তবে ৩০০ থেকে ৬০০ টাকার মাঝে একজনের দুপুরের অনেক ভালো লাঞ্চ হয়ে যায়।
কক্সবাজারের ঐণ্য হোটেল গুলোর তুলনায় ওদের প্রাইস আমার কাছে কম মনে হইছে।
খাবার শেষে পুলি পিঠা আর পাটিসাপ্টা পিঠা খেতে ভুলবেন না।
লোকেশন :- কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট রোড, বৈদ্ধ মন্দির।

24 Likes

Hello @Sajid1985
Thanks for sharing about Rakhain’s traditional foods. Hope it will be very useful when I go to Cox’s Bazar.
Happy Guiding~

2 Likes

Thanks a lot. Really this is amazing restaurant at Cox’s Bazar. We enjoyed lots of traditional ethnic foods here.

2 Likes

এই খাবারটা সম্পর্কে আমার কখনো জানা ছিল না লেখার জন্য ধন্যবাদ তবে পেরা আকারে আরো দুইটা ইনফরমেশন যুক্ত করে দিলে ভালো হতো @Sajid1985

খাবার তৈরিতে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে :

খাবারের মূল্য :

প্রাপ্তিস্থান : সম্ভব হলে গুগল ম্যাপ লিংক সহ

1 Like

Hello @Sajid1985 thanks For Sharing us
But You could have written a little more details in the post,such as the quality of the food and what it is made of .

2 Likes

এবার গেলে ফালংজির খাবার খেয়ে আসব। ধন্যবাদ এই তথ্য শেয়ার করার জন্য।

1 Like

ধন্যবাদ ভাইয়া লোকেশন এর লিংক অ্যাড করে দিছি। কক্সবাজার আসলে জানাবেন ইনশাআল্লাহ আড্ডা দেওয়া যাবে।

1 Like

অবশ্যই ট্রাই করবেন ওদের ফুড কোয়ালিটি অনেক ভালো।

2 Likes