সৌন্দর্যের লীলাভূমি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর

কোন একদিন আমরা সবাই মিলে ভোলাগঞ্জ সাদা পাথর বাইকে করে ঘুরতে গেছিলাম ।
যতদূর চোখ যায় দুইদিকে কেবল সাদা পাথর, মাঝখানে স্বচ্ছ নীল জল আর পাহাড়ে মেঘের আলিঙ্গন।
পাথর উত্তোলন নিষিদ্ধ হওয়ায় এখনো পুরোটাই প্রাকৃতিক এই স্থানটি। পাথরের ওপর দিয়ে প্রবল বেগে বয়ে চলা ধলাইর কলকল শব্দে পাগল করা ছন্দ।
ভোলাগঞ্জ যাবার সবচেয়ে ভাল সময় হচ্ছে বর্ষাকাল ও তার পরবর্তী কিছু মাস অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর এই সময় যাওয়ার জন্যে সবচেয়ে উপযুক্ত সময়।



15 Likes

Khub sundor pictures @PALASH6 amazing :star_struck:

আমার এখনো যাওয়া হয় নাই তবে শীগ্রই যাবো।