“পদ্ম পুকুর ”

শাপলা ফূর হল আমাদের বাংলাদেশের জাতীয় ফুল । এটি হচ্ছে জলজ উদ্ভীদ যা পুকুর বা খাল -বিলে বর্ষাকালে সকাল সকাল ফূটতে দেখা যায় । আমাদের দেশে বর্ষাকাল তথা আষাঢ়-শ্রাবণ মাসে এ ফুল খাল-বিল কে সুশোভিত করে তুলে । আমি চাঁপাই নবাবগঞ্জ ও রাজশাহী জেলার পদ্ম পুকুর ও একটি দিঘীতে ফুটে ‍উঠা শাপলা ফুল নিয়ে আলোচনা করবো।

শাপলা ফুল এর প্রকারভেদঃ শাপলা ফুল আমার জানামতে দুই প্রকার ।

  • লাল শাপলা
  • সাদা শাপলা

চিত্রঃ লাল শাপলা অক্টয়মোড়, বেলেপুকুর , চাঁপাইনবাবগঞ্জ ।

লাল শাপলা বা রক্ত কমল লাল শাপলা শাপলা পরিবারের একটি জলজ উদ্ভিদ। এই প্রজাতির জলজ উদ্ভিদ কে বাংলা ভাষাই শাপলা বলা হয় । তবে সব থেকে মজার বিষয় হচ্ছে এরা সাধারনত বাংলাদেশ,ভারত,পাকিস্থান, শ্রীলংকা, চিন, ফিলিপািইন, কম্বডিয়া, মালোশিয়াসহ অনন্য দেশগুলোতে ফুটতে দেখা যায়। আর এ লাল শাপলা ফুলগুলো দেখতে পাবেন বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার অক্টয়মোড় ,বেলেপুকুর চাঁপাইনবাবগঞ্জ সদরে ।

চিত্রঃ সাদা শাপলা দ্বিগ্রাম, গোদাগাড়ী,রাজশাহী ।

সাদা শাপলা হচ্ছে শাপলা পরিবারের আর ও একটি জলজ উদ্ভিদ । লাল শাপলার মত এাটা ও বিশ্বের বিভিন্ন দেশে ফুটতে দেখা যায় । এই প্রজাতির জলজ উদ্ভীদ কে বাংলা ভাষায় সাদা শাপলা বলা হয় । এই সাদা শাপলা ফুল দেখতে হলে বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার অন্তরগত দ্বিগ্রামে আসতে হবে ।

চিত্রঃ সেল্ফিতে আমি ।

ছবি ক্যাপচার ঃ ছবি ক্যাপচার করার জন্য সকাল সকাল আসতে হবে । সূর্য উদয় হওয়ার দুই-তিন ঘন্টা পরে আর এ ফুল দেখতে পাওয়া যাবে না । যেহুতু পুকুর ও খাল-বিলে এ ফুল ফুটে সেহুতু সুন্দর ভাবে ছবি তুলতে হলে জুম করা যায় এমন ক্যামেরা সঙ্গে আনতে হবে ।

চিত্রঃ পদ্ম পুকুর ,

লাল শাপলা ফুলের নাম শুনলেই ভালোবাসা ছুঁয়ে যায় আমাদের অন্তরজুড়ে। এবং গর্বিত মনে হয় নিজেকে। আমার ধারনা আমাদের দেশের সকলেরই কম বেশি এমন হয় । কারণ শাপলা বাংলাদেশের জাতীয় ফুল । এ কারনে এ ফুল কে আমার মতে পৃথিবীর শেরা ফুল বলে মনে হয় । প্রাচিনকাল থেকেই আমাদের দেশের মানুষ শাপলা ফুলের প্রতি অনুরাগী ।

চিত্রঃ দ্বিগ্রাম বিল ।

শাপলা খাবার হিসাবেঃ শাপলা বিভিন্ন ভাবে রান্না করে খওয়া হয় আমাদের দেশে । বিশেষ করে ইলিশ - চিংড়ি মাছের সাথে রান্না করলে অতুলনীয় স্বাদ লাগে খেতে । শাপলার ডাঁটা ছোট করে কেটে চিংড়ি মাছ আর নারকেল বাটা দিয়ে মাখা মাখা ঝোল করে রান্না করা হয় । শাপলার ডাঁটা একট ু লম্বা করে কেটে ইলিশ মাছ দিয়ে ঝোল করে রান্না করে খেতে ও খুব মজা লাগে যা খেলে আপনাদের কে ও সারা জীবন মনে রাখতে হবে এর স্বাদ কে । এই ফুল দিয়ে ছোট মেয়েরা গলার মালা ও মাথার মুকুট ইত্যাদি বানিয়ে থাকে । যা পরিধান করলে দেখতে ও খুব সৈৗন্দর্য় বৃদ্ধি পায় ।

ধন্যবাদ

শুভ গাইড

ফটোগ্রাফি

আমার লিখনী যদি ভাল লেগে থাকে তবে মন্তবে তা লিখার জন্য অনুরধ রইল ।

16 Likes

আপনার ছবি এবং বর্ণনা খুব সুন্দর আর ও ছবি শেয়ার করুন। ডাক্তার অচিন্ত্য কুমার রায়, শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা, ভারতবর্ষ।

1 Like

ধন্যবাদ ডাক্তার অচিন্ত্য কুমার রায় কে অনুভূতি প্রকাশ করার জন্য। পরবর্তীতে আমি আরো বেশি ছবি দিয়ে বর্ণনা লেখার চেষ্টা করব। চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ :bangladesh: :bangladesh: থেকে।

1 Like

@Aslam_hossain

Sehr schöne Aufnahmen von den Teichen mit Lotusblüten.

Auch bei uns sind sie in Teichen sehr beliebt.

Das man die Pflanzen auch essen kann war mir bisher nicht bekannt.

Guter Beitrag :+1:

1 Like

শাপলা আমার ও প্রিয় ফুল। যে ফুল এর মাধ্যমে ভালবাসা প্রকাশ করা যায়। শাপলা ফুল এর দিয়ে চিংড়ি :fried_shrimp: মাছ রান্না করলে খেতে খুব সুস্বাদু লাগে।ধন্যবাদ @Aslam_hossain কে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা নিয়ে কানেক্টে লিখার জন্য।

1 Like

@Aslam_hossain que gran lugar! es una reserva natural?

1 Like