বাংলার তাজমহল এবং রাজমণি পিরামিড

আমি প্রথম ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্থানে এসেঢা কা-সিলেট মহাসড়ক দিয়ে ভৈরব, নরসিংদী, কিশোরগঞ্জগামী গাড়িতে উঠে পড়ি এবং বরপা বাসস্ট্যান্ডে নেমে যায়। আমার থেকে ভাড়া নেই ৩০ টাকা। এখান থেকে সিএনজি স্কুটারে জনপ্রতি ২০ টাকা ভাড়ায় পৌঁছে যায় বাংলার তাজমহল।

সিএনজি থেকে নেমে একটু হেটে সামনে যেতেই আমার চোখ চলে যায়, ঐতিহ্যবাহী জামদানি শাড়ির দোকানের দিকে শুধু শাড়ি নয়। এখানে আরো অনেক দোকান রয়েছে যা আপনাকে আকৃষ্ট করবে দোকানে ভিতরে যাওয়ার জন্য

জামদানি শাড়ির দোকান

মুক্তা দিয়ে তৈরি বিভিন্ন অলংকার

অনেক কষ্টই করে এসব কিছু বাদ দিয়ে প্রবেশ করতে গেলাম বাংলার তাজমহলের ভিতরে

জনপ্রতি প্রবেশ ফি ১৫০ টাকা। ১৫০ টাকায় তাজমহল এবং পিরামিড উভয় দেখতের সুযোগ পেয়ে গেলাম ।

ছোটদের জন্য কোনো টিকেট এর প্রয়োজন হয় না।

বিশ্বের প্রাচীন সপ্তাশ্চর্য আগ্রার তাজমহলের আদলে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পেরাব গ্রামে নির্মিত হয়েছে অনুপমশৈলীর স্থাপত্যে বিশ্বের ২য় বাংলার তাজমহল। বাংলার তাজমহল (Banglar Tajmahal) আগ্রার তাজমহলের মডেলেই গড়া হয়েছে। ঢাকা থেকে এর দূরত্ব মাত্র ৩৩ কিলোমিটার। সোনারগাঁও এর দর্শনীয় স্থানগুলোর মধ্যে বাংলার তাজমহল অন্যতম। তাজমহলের মূল ভবন স্বচ্ছ ও দামি পাথরে মোড়ানো। এর অভ্যন্তরে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক আহসানউল্লা মনি ও তার স্ত্রী রাজিয়া দু’জনের কবরের স্থান সংরক্ষিত আছে

এখানে তাজমহলের পাশাপাশি রয়েছে তাজমহল পার্টি সেন্টার একটি ২০০ জন মানুষের আসল বিশিষ্ট একটি হল যেখানে আপনি পার্টি সেমিনার বিবাহের অনুষ্ঠান ও অন্যান্য সামাজিক অনুষ্ঠান করার সুযোগ সুবিধা রয়েছে।

এখানে একটি বসার স্থান রয়েছে যা আমার কাছে অনেক সুন্দর লেগেছে

:wc: মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা হয়েছে।

:mosque: মহিলাদের নামাজ পড়ার জন্য নির্দিষ্ট একটি স্থান রয়েছে।

এগুলো করে দেখার পর এবার বের হয়ে

রওনা দিলাম পিরামিডের উদ্দেশ্যে

পিরামিডের ভিতরে প্রবেশ করার পরে প্রথমেই চোখ পড়লো সেই পুরনো দিনের জিপ গাড়ি গুলোর দিকে

জিপ গাড়ি গুলো দেখে সামনের দিকে এগিয়ে দেখি ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ

তারই সামনে রয়েছে আমার খুব প্রিয় একটি জায়গা যেখানে গেলে আপনারও মন ভালো হয়ে আর তা হল পাখির মেলা

এখানে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। আপনি চাইলে একটি বাটিতে করে তাদেরকে খাবার খাওয়াতে পারবেন । যে সুযোগ আমি মিস করিনি।

বাংলাদেশের চলচ্চিত্রে ব্যবহারিত অনেক যন্ত্রপাতি দেখতে পেলাম

সময় কম থাকায় অনেক কিছু না দেখে আমি আবার বাসার দিকে রওনা দি। আপনারা যেই বাংলা তাজমহল দেখতে যাবেন হাতে কিছুটা বেশি সময় নিয়ে যাবেন।

ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ার জন্য জন্য :heart:

#ঐতিহাসিক স্থান
#তাজমহল
#বাংলার তাজমহল
#হ্যাপিগাইডিং

#LGBContest
#LGB7thAnniversary

https://maps.app.goo.gl/T3E42BXyu7X4TXSX8

11 Likes

@Mahedi_B

Ein sehr gut gestalteter Beitrag, der mir sehr gut gefallen hat, mit allen Bildern und Erklärungen :+1: :blush:

2 Likes

খুবই ভালো লিখেছেন @Mahedi_B

আরেকটা বিকল্প রাস্তা আছে যা মদনপুর থেকেও সহজে যাওয়া যায়।

1 Like

@MonirHB আপনি ঐ দিক দিয়ে তাজমহল যাওয়ার রাস্তার বর্ণনা শেয়ার করে দিন কমেন্ট বক্সে তা হলে কেউ না কেউ একজন উপকৃত হবে।

1 Like

ঢাকা টু চট্টগ্রাম রোডে কাঁচপুর ব্রিজের পর মদনপুর বাসস্ট্যান্ড নেমে যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে “বাংলার তাজমহল” যাবো, তখন সিএনজি বা অটো দিয়ে খুব সহজেই যাওয়া যায়। @Mahedi_B ধন্যবাদ আপনাকে “বাংলার তাজমহল” নিয়ে কানেক্ট পোষ্ট করার জন্যে।

1 Like

@MonirHB ধন্যবাদ আপনাকে আর একটি বিকল্প রাস্তা শেয়ার করার জন্য :heart:

1 Like

@Mahedi_B amo las fotos con muchos colores! quedaron geniales un gran viaje.