গোলাপের বিকল্প ফুল নন্দিনী। দূর থেকে দেখে মনে হতে পারে গোলাপ, আবার সোজা পাতাসহ ডালগুলি দূর থেকে অনেকটা টিউলিপের মতো দেখায়। গোলাপের ন্যায় মনোমুগ্ধকর দেখতে ফুলগুলির নাম নন্দিনী।
ইংরেজিতে লিসিয়েন্থাস নামে পরিচিত এই নন্দিনী ফুল
এই ফুলটির বিজ্ঞানসম্মত নাম ইউস্টোমা গ্রান্ডিফ্লোরাম গ্রান্ডিফ্লোরাম জাপানি ভাষায় তরুকোগিকি ও আমেরিকায় “আমেরিকান গোলাপ” নামে পরিচিত।
ড: জামাল উদ্দিন স্যার জাপান থেকে বীজ ও মাটি নিয়ে এসে ২০০৭ সালে সেই মাটিতে ফুলটি ফুটিয়ে ছিলেন দীর্ঘ প্রায় ১৭ বছর এই বিদেশী ফুল নিয়ে কাজ করছেন ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক এ.এফ. এম.জামাল উদ্দিন।
তিনি এই ফুলটির নাম দিয়েছেন নন্দিনী।
তারাঝরার গুচ্ছবদ্ধ ছোট মিষ্টি সাদা ফুল ও তার ঘ্রাণের জন্য এটি বিখ্যাত। এর এক নিকট আত্মীয় আছে আমাদের দেশের বন-জঙ্গলে, নামতার “ছাগলবটি”।
অলকনন্দা
খুব সহজেই নজর কাড়ে ওরা। ফুলগুলো দেখতে অনেকটা মাইক বা ঘণ্টার মতো। তবে রূপসী এই সুন্দরীরা গন্ধহীন। অ্যালামন্ডা মূলত বসন্ত ও গ্রীষ্মকালের ফুল। তবে বর্ষার সময়ও ফুটতে দেখা যায়। একবার ফুটলে ফুলটি ধীর্ঘ দিন সতেজ থাকে। ফুল সবাইকে মোহিত করে। ফুল মানুষকে ভালোবাসা শেখায়।
ফুল মানুষকে হাসতেছে খায় বাঁচতে শেখায়
#LGBContest
#LGB7thAnniversary