আজ ১ ঘন্টা আগে মেইল পেলাম, আমি গুগল লোকাল গাইড ইতিমদ্ধে ৭ বচর অতিক্রম করেছি।
এই ৭ বছরে যা যা করেছি তার মধ্যে রয়েছেঃ
মোট ৬০০৪ টা কন্ট্রিবিউশান
মোট ভিউ ৩৬৩৪৪২৬ টি
মোট ৪৪৬ টি ছবিতে রিয়াকশন পেয়েছি
ইতিমদ্ধে ১৮৮৬১ পয়েন্টস অর্যন করেছি।
ভবিষ্যতে এই ধার অব্যাহত থাকবে…
মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ লোকাল গাইডকে।