ভালবাসার দৃঢ়বন্ধনের মিটআপ এর জন্য পাওয়া ব্যাজ

২২৮ তম মিটআপ ছিল আমার হোস্ট করা প্রঘম মিটআপ যেখান থেকে। একটিমিটআপ বদলে দিয়েছে গাজীপুরের লোকালগাইড আন্ত যোগাযোগ এবং কমিউনিটির মাঝে কোয়ালিটি পূর্ন কন্টিবিশন। এই মিটআপ টি ফিচার্ড হওয়ার পাশাপাশি গাজীপুরের মাজহার ভাইয়ের করা ২ূ২৮ তম মিটআপ এর বিস্তারিত লিখা ছিল ট্রেডিং এ।এছাড়া এই মিটআপ এ প্রথম অংশগ্রহণকারী আলআমিন হোসেন কর্ন এর ফুড নিয়ে একটি লিখা ও ট্রেডিং এ ছিল।তাই ব্যাজ পাওয়ার চাইতে সবার নতুন ভাবে জেগে উঠাই আমার পরম পাওয়া।

11 Likes

@AH_Zakir Congratulations! Thanks for sharing your meet-up experience.

1 Like