পদ্মা সেতু চালু হবার পর ঢাকার সাথে দক্ষিণবঙ্গের ২১জেলার যোগাযোগব্যবস্থার এক যুগান্তকারী পরিবর্তন ঘটেছে। যেখানে আগে প্রমত্তা পদ্মা পাড়ি দেবার জন্য মলিন মুখে ফেরির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো সেখানে পদ্মা সেতুর উপর দিয়ে মাত্র ৫মিনিটেই পাড়ি দিয়ে এপার থেকে ওপারে চলে যাওয়া যাচ্ছে।
শুরুতে পদ্মা সেতুর উপর দিয়ে সড়ক পরিবহন চালু হলেও পদ্মা সেতুর ভেতর দিয়ে রেল লিংকের মাধ্যমে রেলওয়ে পরিবহন চালু হতে অনেকটা সময় চলে যায়। পদ্মা সেতুর ভেতর দিয়ে রেলসেতু পার হয়ে রেললাইনে রেলগাড়ি চালু হবার পর থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কবে পাড়ি দিতে পারবো। কিছুদিন আগে সেই মাহেন্দ্রক্ষণ এর মুখোমুখি হয়েছিলাম।
এক দিনের সফরে রেলগাড়িতে করে পদ্মাসেতু পাড়ি দিয়ে সকাল-সন্ধ্যা ফরিদপুর শহর এবং তার আশেপাশে ঘুরেফিরে আবার ঢাকায় ফিরে আসা। অফিসের এক সহকর্মীকে সাথে নিয়ে সকাল ০৮টা ১৫মিনিটের খুলনা অভিমুখী সুন্দরবন এক্সপ্রেসে ট্রেনে করে সকাল ১০টা নাগাদ ফরিদপুর শহরে পৌঁছে যাই আবার সারাদিন ঘুরেফিরে একটি সুখকর স্মৃতি নিয়ে সন্ধ্যা ৬ঃ৪৫মিনিটে বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করি।
সারাদিনে ফরিদপুর শহর এবং তার আশেপাশে যেসব জায়গায় ঘোরাঘুরি করেছি তার একটা লিস্ট এখানে দেওয়া হলঃ
১। শ্রীধাম শ্রীঅঙ্গন (আঙ্গিনা নামে সমধিক পরিচিত) (https://maps.app.goo.gl/jxxiuXeR6fF9Cbab8)
২। মথুরাপুর দেউল (https://maps.app.goo.gl/gdLaqmXpWpYN1jWz7)
৩। কানাইপুর জমিদার বাড়ি (সিকদার বাড়ি নামে সমধিক পরিচিত) (https://maps.app.goo.gl/6ZcGvrkfpbauqXk16)
৪। সেরেন গার্ডেন রেষ্টুরেন্ট (https://maps.app.goo.gl/yJFMd8gVnYFyCVT59)
এক কথায় বলতে গেলে শান্ত-স্নিগ্ধ পরিবেশ, দর্শনীয় ইন্টেরিয়র ডিজাইন এবং সুস্বাদু-মুখরোচক খাবারের এক অপূর্ব মেলবন্ধন বালা যায় সেরেন গার্ডেন রেষ্টুরেন্টকে। যদিও খাবারের দামের কথা চিন্তা করলে একটু বেশিই মনে হতে পারে।
৫। আবু বকর সিদ্দিক জামে মসজিদ (https://maps.app.goo.gl/J7LcHQwbYLYquHD2A)
৬। পল্লীকবি জসীমউদ্দীন এর বাড়ি ও পারিবারিক যাদুঘর (https://maps.app.goo.gl/rpgfzLN3x1AmNYmX9)
৭। পল্লীকবি জসীমউদ্দীন স্মৃতি কমপ্লেক্স ও যাদুঘর (https://maps.app.goo.gl/hwC8UVPEPidWnmrZ7)
৮। জজ কোর্ট (https://maps.app.goo.gl/8JVLWMmru7SnV54c6)
৯। ফরিদপুর যাদুঘর (https://maps.app.goo.gl/g33xL2ouKP9MiWTw6)
ফরিদপুর জাদুঘরটি ফরিদপুর শহরের কেন্দ্রে অবস্থিত এবং আলিমুজ্জামান হল নামেও পরিচিত।
১০। কবি জসীমউদ্দীন হল, ফরিদপুর জেলা পরিষদ (https://maps.app.goo.gl/xzVm3gCsmi7qGLLq5)
১১। শেখ জামাল স্টেডিয়াম, ফরিদপুর (https://maps.app.goo.gl/gjp6zgqaKAxDh5Cz9)
১২। বাঘাট ঘোষ দধি ভান্ডার (https://maps.app.goo.gl/tPKtQrfCxWEVs8zG9)
ফরিদপুর নিউমার্কেট মোড়ে এটা উনাদের শোরুম আর ঢাকা-খুলনা মহাসড়কের বাঘাট বাজারে উনাদের ফ্যাক্টরী (https://maps.app.goo.gl/1oCi3iym89ugzmNg7) বাঘাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডার।
১৩। মামুন চটপটি ও হালিম এবং মামুনের কফি হাউজ (https://maps.app.goo.gl/kzZhsA5UuLUSQCe97)
কেউ যদি আমার মতো প্রথমবার ফরিদপুর যায় আমি তাকে অবশ্যই একবারের জন্য হলেও মামুন ভাইয়ের চটপটির স্বাদ নিতে বলবো। যদিও চটপটির চেয়ে হালিমের কদর আরও বেশি কিন্তু ঐদিন আমরা উনার কাছে হালিম পাইনি। চটপটি ও হালিমের ভ্যানের উল্টোপাশে মামুনের কফি হাউজ নামে নতুন করে একটি স্থায়ী দোকান দিয়েছেন। সেখানকার স্ট্রবেরী মিল্কশেক মুখে লেগে থাকবে অনেকদিন…।।