আমাদের সকলের প্রিয় ‘বাংলাদেশ লোকাল গাইড’ এর সকল(সিলেক্টড) সদস্যবৃন্দ কে নিয়ে আজকে (২১শে ফেব্রুয়ারী) আমাদের সেই কাঙ্ক্ষিত ও প্রতিক্ষীত ১০ বছর উৎযাপনের মিটআপ সফলতার সাথে শেষ করতে পেরেছি। আমি এই মিটআপের হোস্ট ও আয়োজন কমিটিকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না। তাঁদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা আজ সুন্দর একটা মিটআপ উপভোগ করতে পেরেছি।
ছবি: গিফট বক্স
ছবি: ০১
ছবি:গিফট বক্স
ছবি:মিটআপ
গত প্রায় ছয়মাস ধরে অপেক্ষা করতে ছিলাম কখন হবে আমাদের এই কাঙ্ক্ষিত মিটআপ।
ছবি:গিফট বক্স
ছবি:লোকাল গাইড
ছবি:একে অপরের প্রতি ভালোবাসা
ছবি:সাজোনো সারিবদ্ধ গিফট বক্স
ছবি: সকল লোকাল গাইড
ছবি:গিফট আইটেম
বাংলাদেশে লোকাল গাইড প্লাটফর্মের সবচেয়ে পুরাতন কমিউনিটি ‘বাংলাদেশ লোকাল গাইড’ এর দশবছর পূর্তি হচ্ছে ৭ই মার্চ তারিখে। আয়োজন কমিটি ও সকলের সিদ্ধান্তক্রমে আমরা এই বিশাল মাইলফলক কে সামনে রেখে আমরা আজই সফলভাবে সম্পন্ন করেছি বাংলাদেশ লোকাল গাইড এর ২৩০ তম মিটআপ।
ছবি:মিটআপ পলেন্টে
ছবি:লোকাল গাইড স্টিকার
ছবি:লোকাল গাইড স্টিকার
মিটআপ থেকে কি শিখলাম: -
*মিটআপে একটা সেশন ছিলো অভিজ্ঞতা শেয়ার করার। সেখান থেকে অভিজ্ঞদের ভালো ভালো দিকগুলো জেনে নিলাম।
*একটা সেশন ছিলো প্রশ্নত্তোর পর্ব। এ পর্বে সবাই তাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে প্রশ্ন রাখনে এবং সিনিয়ররা তাদের দক্ষতা দিয়ে সঠিক পরামর্শ দিয়েছেন।
*একটা সেশন ছিলো পরিচয় পর্ব। সেখান থেকে সবার পরিচয় জেনে নিলাম।
*এখানে সবাই শৃঙ্খলার সাথে সবকিছু করেছেন। এটাও একধরনের শিক্ষা যে, শৃঙ্খলা থাকলে সবকিছুই সুন্দর ভাবে করা সম্ভব।
আজকের মিটআপের সারসংক্ষেপ:-
Meetup: 10 Years of BDLG Celebration Meetup.
Date: Today(February 21,2024)
Time: 09:30 AM - 06:00 PM
Location : Fatemas Dell
Contribution Fee: 1,000BDT
BDLG Meetup No: 230
Web link: localguidesbd.com
Google Map Location: https://maps.app.goo.gl/ArymtXJHGuy9TfoP9
**Attendees:**Selected by a registration process from among active local guides.
ভিডিও:দুপুরের লান্স
https://youtu.be/QBlBSA8BkZ4?si=19P3VW6y3RBdp0kT
ভিডিও:সকল লোকাল গাইড
ভিডিও: মার্বেল দৌড়
https://youtu.be/-D9zzhrI8Ww?si=__49g-HeCgp4VB79
ভিডিও:গিফট বিতরণ
#localguidesbd
#10yearsofbdlg #localguidesconnect
#localguides
#230meetup #BDLG