ছবি: পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া সেচ্চাসেবীগণ।
ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ পোগ্রামের অংশ হিসেবে ১৭ নভেম্বর ২০২৩ কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয় সমুদ্র তীরবর্তী পরিচ্ছন্নতা অভিযান। বাংলাদেশে “ওশান কনসারভেন্সি” এর কান্ট্রি কোঅর্ডিনেটর ‘কেওক্রাডং বাংলাদেশ’। ২০০৫ সাল থেকে কেওক্রাডং বাংলাদেশ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে সেন্টমার্টিন দ্বীপে এই পরিচ্ছন্নতা কর্মযজ্ঞ পরিচালনা করে।
ছবি: প্লাষ্টিক ও অপচনশীল ময়লা সংগ্রহ করা হচ্ছে
ছবি: প্লাষ্টিক ও অপচনশীল ময়লা সংগ্রহ করা হচ্ছে
ছবি: প্লাষ্টিক ও অপচনশীল ময়লা সংগ্রহ করা হচ্ছে।
ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ পোগ্রামের অংশ হিসেবে ১৭ নভেম্বর ২০২৩ কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয় সমুদ্র তীরবর্তী পরিচ্ছন্নতা অভিযান। বাংলাদেশে “ওশান কনসারভেন্সি” এর কান্ট্রি কোঅর্ডিনেটর ‘কেওক্রাডং বাংলাদেশ’। ২০০৫ সাল থেকে কেওক্রাডং বাংলাদেশ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে সেন্টমার্টিন দ্বীপে এই পরিচ্ছন্নতা কর্মযজ্ঞ পরিচালনা করে।
এবছরও আমরা ১৬ নভেম্বর সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশ্যে প্রায় ৪০ জন ঢাকা থেকে রওনা করি। এর মাঝে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক, অফিসিয়াল ফটোগ্রাফার এবং আয়োজক দলে আমরা কয়েকজন। সেন্টমার্টিনের স্থানীয় প্রায় চারশ স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও শিক্ষক আমাদের সাথে যুক্ত হবার কথা, প্রতিবছর যেমনটা হয়।
আমাদের প্রায় ২মাস আগে থেকে করা পরিকল্পনা ভেস্তে দেয় ঘূর্ণিঝড় মিধিলি। মাঝরাতে খবর আসে ঘূর্নিঝড়ের কারনে স্থানীয় প্রশাসন ৩নং স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে এবং সেন্টমার্টিনের সাথে সকল জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।আমাদের টেকনাফের বাস থামিয়ে দেওয়া হয় কক্সবাজারে। দলনেতা মুনতাসির মামুন ভাইয়া সকলকে সার্বিক পরিস্থিতি ব্রিফ করার পর সিদ্ধান্ত হয় আমরা ফিরে যাচ্ছিনা, সেন্টমার্টিনের ক্লিনআপ কক্সবাজার সমুদ্র সৈকতে হবে। কক্সবাজারে বহুবার আমার ক্লিনআপ পোগ্রাম করেছি এটা আমাদের জন্য নতুন কিছুনা। ১ঘন্টার মধ্যে কক্সবাজরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের "হোটেল শৈবালে’ আমাদের থাকার ব্যবস্থা করা হয়।
ছবি: হোটেল শৈবাল
১৭ নভেম্বর সকালে বৃষ্টি উপেক্ষা করে ইনানী বীচে প্লাষ্টিক ও অপচনশীল বর্জ্য সংগ্রহ করা হয়। প্রায় ৩ঘন্টা ব্যাপি এই কার্যক্রম চলে। ইনানী বীচ থেকে সংগ্রহ করা প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য নিয়ে আসা হয় হোটেল শৈবালে। সিগারেটের ফিল্টার, পানীয় পণ্যের বোতল, স্ট্র, বিভিন্ন রকমের খাবারের পন্যের ফুড রেপার্স, গৃহস্থালির অবচনশীল ব্যবহায্য পণ্যের আধিক্যই ছিল বেশি।
সন্ধ্যায় ভলান্টিয়ারদের সচেতনতা বাড়াতে, প্লাষ্টিক পন্যের ক্ষতিকর প্রভাব, এগুলো নদী হয়ে সাগড়ে এসে পড়লে তার ভয়াবহতা, মাইক্রোপ্লাষ্টিক নিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সহ প্রেজেন্টেশন দেন মুনতাসীর মামুন ভাই।
ছবি: ভলান্টিয়ারদের প্লাষ্টিকের ক্ষতিকর প্রভাব, আমাদের করনীয় সচেতনতা তৈরিতে প্রেজেন্টেশন।
১৮ নভেম্বর সকালে কক্সবাজারের লাবনী বীচে প্লাষ্টিক ও অপচনশীল বর্জ্য সংগ্রহ করার কথা। বাধসাধে ঝড়োবাতাস ও বৃষ্টি। সকাল ১১টায় বৃষ্টি একটু কমলে সৈকতে নামা হয়। তবে ঘন্টা খানেক পরেই আবার বৃষ্টি আমাদের বাধ্য করে সৈকত থেকে সরে দাড়াতে।
ছবি:
ছবি:
ছবি:
ছবি:
ছবি:
আমাদের লক্ষ্যমাত্রায় পৌছার পূর্বেই সংগ্রহ করা বর্জ্য সাথে নিয়ে হোটেলে ফিরতে হয়। হোটেলে ফিরে সংগ্রহ করা বর্জ্যের সর্টিং এ বসে পড়ি। এই পর্বটা মজার, 'ওশান কনজারভেন্সি’র ফর্মে কোন ধরনের অপচনশীল বর্জ্য কি পরিমানে পাওয়াগেলো তা টালি করে ফর্মে লিখতে হয়। সর্টিং শেষে সংগ্রহ করা বর্জ্য স্থানীয় বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে হস্তান্তর করা হয়।
ছবি: সর্টিং চলছে
ছবি: ঘূর্নিঝড়ে প্রভাবে সমুদ্রবীচে লাল পতাকা
আপনি জানেন কী?
সিগারেটের ফিল্টার প্রায় ৫বছর মাটিকে দূষিত করে।
খাবারের মোড়ক বা পলিব্যাগ প্রায় ২০ বছর মাটিকে দূষিত করে।
গবেষনায় দেখা গেছে দেশের আন্তসীমান্তবর্তী ১৭টি নদী প্রতিদিন প্রায় ১৫ হাজার ৩৪৫ টন প্লাষ্টিক ও অপচনশীল পণ্য দিয়ে দূষিত হচ্ছে, যা নদী হয়ে সাগরে চলে যাচ্ছে।
আপনার আমার ফেলে দেওয়া প্লাষ্টিক মাটিতে বছরের বছর থেকে মাইক্রো প্লাষ্টিকে রূপ নিচ্ছে, যা আবার বিভিন্ন ধাপে খাবারের সাথে আমাদের শরীরে প্রবেশ করছে। যা আমাদের বড় মাত্রার স্বাস্থ্য ঝুকির কারণ হতে পারে। বিস্ময়কর ব্যাপার বিজ্ঞানীরা মাতৃদুগ্ধেও মাইক্রোপ্লাষ্টিক খুজে পেয়েছেন।
আসুন আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখি, যেখানে-সেখানে প্লাষ্টিক ও অপচনশীল বর্জ্য না ফেলি। বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলি, সম্ভব হলে প্লাষ্টিক পণ্যর রিসাইকেল নিষ্চিত করি।
ধন্যবাদ!
#localguidesbd #10yearsofbdlg #localguidesconnect #localguides #230meetup #BDLG