সোনার বাংলা মিটাপ, পর্ব-০৪ (কলকাতা)

সোনার বাংলা মিটাপ, পর্ব-০৪ (কলকাতা)

মিটাপ ভেন্যুঃ দেশপ্রিয় পার্ক

তারিখঃ ২১শে ফেব্রুয়ারী, ২০২৪।

মিটাপ সময়ঃ বিকাল ২.৩০ মি. -৪.৩০ মি.

এটি হচ্ছে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪” উপলক্ষে একটি লোকাল গাইডস আড্ডা!
একটি বাংলাদেশ-ভারত যৌথ আয়োজন! বাংলাদেশের পক্ষ থেকে ‘লোকাল গাইডস বাংলা’ এবং ভারতের পক্ষ থেকে ‘পশ্চিমবঙ্গ লোকাল গাইডস’ কমিউনিটি এই মিটাপটি পরিচালনা করবে। ইতিপূর্বে আমরা যৌথভাবে আরো তিনটি মিটাপ আয়োজন করেছিলাম ভার্চয়াল বা অনলাইন প্লাটফর্মে। এটি হবে আমাদের উভয় কমিউনিটির অফলাইনে প্রথম যৌথ মিটাপ এবং সোনার বাংলা মিটাপ সিরিজের ৪র্থ মিটাপ। দুই বাংলা সম্মিলিতভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন এবং পাশাপাশি লোকাল গাইডস বন্ধুত্ব ভাগাভাগি করাই হবে এই মিটাপের প্রধান উদ্দেশ্য।
এটি সকল লোকাল গাইডসদের জন্য উন্মুক্ত থাকবে। যারা অংশগ্রহন করতে ইচ্ছুক তারা লোকাল গাইডস বাংলা অথবা পশ্চিমবঙ্গ লোকাল গাইডস টিমের সাথে যোগাযোগ করে আসন নিশ্চিত করুন।

29 Likes

এটাই হতে যাচ্ছে আমার জীবনের প্রথম কোন আন্তর্জাতিক মিট-আপ। অনেকদিনের আকাঙ্ক্ষা ছিলো আমাদের “বাংলাদেশ ও ভারত” যৌথ কোন মিটআপে অংশগ্রহণ করা। তা এবার আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি" উপলক্ষে হতে যাচ্ছে এপার বাংলা এবং ওপার বাংলা যৌথ মিট-আপ।

লোকাল গাইডস কমিউনিটি থেকে একগুচ্ছ বন্ধুদের সাথে দেখা হতে যাচ্ছে এবারের আয়োজনে। অনেক অনেক ধন্যবাদ @ShafiulB ভাইয়া, সত্যিই ব্যতিক্রম কিছু।

4 Likes

Dear @ShafiulB !

Hope I would attend the next meet up. Thanks for arranging this meet up.

2 Likes

@ShafiulB Thank you so much for share this with us.

1 Like

পরবর্তী কোন আন্তর্জাতিক মিট-আপে দেখা হবে ইনশাল্লাহ @Farhan21 ভাইয়া।