সোনার বাংলা মিটাপ, পর্ব-০৪ (কলকাতা)
মিটাপ ভেন্যুঃ দেশপ্রিয় পার্ক
তারিখঃ ২১শে ফেব্রুয়ারী, ২০২৪।
মিটাপ সময়ঃ বিকাল ২.৩০ মি. -৪.৩০ মি.
এটি হচ্ছে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪” উপলক্ষে একটি লোকাল গাইডস আড্ডা!
একটি বাংলাদেশ-ভারত যৌথ আয়োজন! বাংলাদেশের পক্ষ থেকে ‘লোকাল গাইডস বাংলা’ এবং ভারতের পক্ষ থেকে ‘পশ্চিমবঙ্গ লোকাল গাইডস’ কমিউনিটি এই মিটাপটি পরিচালনা করবে। ইতিপূর্বে আমরা যৌথভাবে আরো তিনটি মিটাপ আয়োজন করেছিলাম ভার্চয়াল বা অনলাইন প্লাটফর্মে। এটি হবে আমাদের উভয় কমিউনিটির অফলাইনে প্রথম যৌথ মিটাপ এবং সোনার বাংলা মিটাপ সিরিজের ৪র্থ মিটাপ। দুই বাংলা সম্মিলিতভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন এবং পাশাপাশি লোকাল গাইডস বন্ধুত্ব ভাগাভাগি করাই হবে এই মিটাপের প্রধান উদ্দেশ্য।
এটি সকল লোকাল গাইডসদের জন্য উন্মুক্ত থাকবে। যারা অংশগ্রহন করতে ইচ্ছুক তারা লোকাল গাইডস বাংলা অথবা পশ্চিমবঙ্গ লোকাল গাইডস টিমের সাথে যোগাযোগ করে আসন নিশ্চিত করুন।