৪০০ বছর আগে তৈরি করা ফতেহপুরী মসজিদটি।

প্রায় ৪০০ বছর আগে তৈরি করা ফতেহপুরী মসজিদটি।

দিল্লির প্রাচীনতম রাস্তা চাঁদনি চক , দিল্লি, লাল কেল্লার বিপরীতে এটির অবস্থান।

পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের অন্যতম স্ত্রী ফতেহপুরী বেগমের স্মৃতিতে বানানো হয়েছিলো এটি।

1857 সালে রায় লালা চুন্নামলের যুদ্ধের পর ব্রিটিশরা মসজিদটি নিলামে তোলে।

1877 সালে সরকার চারটি গ্রামের বিনিময়ে মসজিদটি অধিগ্রহণ করে এবং ব্রিটিশরা মুসলমানদেরকে পুরানো দিল্লিতে ফিরে যাওয়ার অনুমতি দিলে দিল্লি দরবারে মুসলমানদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

দিল্লির বিখ্যাত বাজার, খারি বাওলি, যা আজ এশিয়ার বৃহত্তম মশলার বাজার, মসজিদ নির্মাণের পর ধীরে ধীরে গড়ে উঠেছে।

মসজিদটি লাল বেলে পাথর ব্যবহার করে নির্মাণ করা হয়েছে। মসজিদটি ঐতিহ্যবাহী নকশার মিনার দ্বারা সুরক্ষিত। এটিতে সাতটি খিলানযুক্ত খোলা একটি বড় নামাজের হল রয়েছে।

আমি এখানে গিয়েছিলাম ২০২৩ এর জানুয়ারীতে।

16 Likes

@Sadman007 The oldest mosque in Delhi is a beautyful and holly site we can see in your photograph.

@Sadman007 sehr gut erklärt und das Foto zeigt die Schönheit der Architektur dieser Moschee

1 Like

Nice reflection of the mosque in the Waju pond @Sadman007

There is some translation error which for me reads:

“The mosque was auctioned by the British after the Battle of Rai Lala Chunnamal in 1857.”

This is wrong.

In reality, the mosque was supposed to be destroyed by the British after the War of Independence in 1857

However, the merchant Rai Lala Chunnamal purchased it from the British and handed it over to the Muslims in the area in exchange for some land on the outskirts of Delhi.

Please read a more detailed post on the Fatehpuri Mosque here:

https://www.localguidesconnect.com/t5/General-Discussion/The-Fatehpuri-Masjid-in-Delhi-Huge-Secluded-and-Peaceful/m-p/3074413

I visited here several times while living in Delhi:

1 Like