কফির আড্ডায় প্রথমবারের মতো মিটআপ যোগদান,

এটা আমার প্রথমবারের মতো Local Guide Meetup এ অংশ নেওয়া, কিন্তু এটা ছিল ২২৮ তম মিটআপ। দারুণ একটা সময় ছিল এবং সাথে কিছু নিরলস প্রিয় মানুষ ছিল @@@। এর আগে লিখতাম কিন্তু অনেক ভুল হতো, কিন্তু এই মিটআপ আমাদের অনেক কিছু বুঝাতে সক্ষম হয়েছেন।

গুগল ম্যাপের সাথে পরিচয় ২০১৯/২০২০ এর দিকেই, প্রথমত বিভিন্ন যায়গা দেখা + নতুন কোথাও গেলে সেইখানের ছবি তুলে আপলোড করতাম, তেমন কিছু না বুঝে । কারন ভাল লাগত যখন দেখতাম হাজার হাজার মানুষ আমার ছবি দেখছে । তবে লোকাল গাইড নিয়ে তেমন কোন আইডিয়া ছিল না তখনো।

মিটিং করা অবস্থায়,

ফেসবুকের ঘুরতে ঘুরতে চোখে পরে “Bangladesh Local Guide” এর ফেসবুক গ্রুপে আর সাথে সাথে যুক্ত হয়ে গেলাম, সব সময় এই কমিউনিটতে যারা কাজ করে তাদের কাজ এবং কানেক্ট ফোরামে লিখা দেখতাম । চাইতাম আমি ও কোন এক দিন মিটআপ গুলোতে যুক্ত হবো, কিন্তু কোন একটা সময় এর অপেক্ষায় ছিলাম, সেই সময় টা গত কাল ছিল।

কফির আড্ডায়,

দেখা হলো গাজীপুরের লোকাল গাইড হিরোদের সাথে, যারা নিরঅলস ভাবে কাজ করে যাচ্ছে মানুষের জন্য ।

শুরু হলো পরিচয় পর্ব, তারপরে কে কিভাবে গুগল ম্যাপের সাথে যুক্ত হলাম এবং লোকাল গাইড নিয়া জানালাম বা কি কি করলাম এখন পর্যন্ত । এর আগে লোকাল গাইড নিয়ে অনেক কিছুই জানতাম না । অনেক আজানা জিনিস গুলো প্রশ্ন করে জেনে নিলাম যেটা আশা করতেছি ভবিষ্যতে কাজে আসবে আমার জন্য ।

মাজারুল এবং অলিদ ভাই খুব সুন্দর করে ম্যাপের কিভাবে ছবি আপলোড করতে হবে এবং কানেক্ট ফোরামে নিয়ম গুলা এক এক করে বুঝিয়ে দিলেন।

আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আলমগীর হোসাইন জাকির ভাইকে এতো সুন্দর একটা মিটআপের আয়োজন করার জন্য । বাংলাদেশ লোকালগাইড এর ২২৮ তম মিটআপ থেকে আসলেই অনেক কিছু জানতে পারলাম এবং এই সব কিছুই ইনশাআল্লাহ কাজে আসবে ।

29 Likes

উপভোগ করেছেন শুনে ভাল লাগ্লো আশা করি পরবর্তী মিটাপ গোলিতে অংশগ্রহণ করবেন, ধন্যবাদ আপনাকে @Md_44Aminul

5 Likes

@Md_44Aminul বাংলাদেশ লোকার গাইড এর মিটআপ ও গ্রুপে আপনাকে স্বাগতম

3 Likes

আপনাকে স্বাগতম বাংলাদেশ

লোকাল গাইডের মিটআপ এ, ইন শা আল্লাহ বড় মিট আপ গুলাতে দেখা হবে। বিস্তারিত লিখার জন্য ধন্যবাদ আপনাকে @Md_44Aminul

3 Likes

@Papel_Mahammud ইনশাআল্লাহ অপেক্ষায় থাকলাম

2 Likes

@Mazharul_BDLG ইনশাল্লাহ প্রত্যেকটা মিটআপ এ থাকার চেষ্টা করব সর্বোচ্চটা

2 Likes

গুগল ম্যাপে অবদান রাখার জন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই… আমিও আপনার মতোই গুগল ম্যাপে অবদান রাখতাম এবং ২০১৯ সালে কানেক্টে ফোরাম সম্পর্কে জানতে পারলাম এবং সেখানে থেকে কয়েকটি মিটআপে অংশগ্রহণ করেছি যা কোয়ালিটি গাইডিং আমাকে সহয়তা করছে।

এক কথায় ম্যাপিং, কানেক্টে ফোরাম সম্পর্কে জানতে হলে বিভিন্ন মিটআপে অংশগ্রহণ করতে হবে।

2 Likes

@FoysalBD জি আপনি যথার্থ বলেছেন, পরবর্তী সব মিটআপ এ যোগদান করার চেষ্টা করবো

1 Like

স্বাগত :heart:

মেগা মিটাপে দেখা হবে ইন শা আল্লাহ।

1 Like

@MohammadPalash অপেক্ষায় আছি দেখা হবে ইনশাল্লাহ,

1 Like