প্রকৃতির অপরুপ লীলাভূমি আমাদের এই বাংলাদেশ।
ষড়ঋতুর কারণে একই প্রকৃতি বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন শোভায় উদ্ভাসিত হয়।
গ্রীষ্মের তপ্তরোদ ও বৈশাখী ঝড়, বর্ষার মেঘ-বাদলের খেলা,শরতের মেঘহীন আকাশ,হেমন্তে শীতের আগমনী বার্তা,শীতের কুয়াশা ও বসন্তের কোকিলের ডাক আর পুষ্প-পল্লবে শোভিত প্রকৃতি আমাদের মনে বৈচিত্র্যময় অনুভূতির জন্ম দেয়।
বিস্তির্ণ সবুজের সমারোহ, অসংখ্য জলাভূমি, অবারিত নীল আকাশ, সূর্যালোকের বর্ণচ্ছটা, মেঘ-বাদল আলো-আঁধারি, মৃদুমন্দ বায়ু, নোনাজলের সাগর, সবুজ বন, ধুসর পাহাড় – কত রং বেরং এর প্রাকৃতিক আয়োজন রয়েছে দেশজুড়ে।
প্রকৃতির অন্যন্য সুন্দরে অবগাহন করতে হলে আপনি বাংলাদেশজুড়ে বেড়াতে পারেন কোন একঘেয়েমী ব্যতিত।