এটিএম বুথ ম্যাপে যুক্ত করা

গাজীপুর জেলার ভাসন বাসস্টান্ড এর নিকটে একটি সোশাল ইসলামি ব্যাংক এর এটিএম বুথ আছে। এটি প্যারাডাইস ভবনের নিচতলায় গত মাসে যার কার্যক্রম শুরু হয়। বুথটি এখানে সংযুক্ত করতে চাচ্ছি নিচ্ছে না কি করনিয় আছে। (বাসন থানার বাইপাস এলাকায় ইতিপূর্বে আরেকটা এটিএম বুথ যুক্তকরেছি, তাহলে এটি যুক্ত করা যাবেনা কেন)https://maps.app.goo.gl/3osJ1qXjjf3Fi4BL8

4 Likes

Hi @AH_Zakir

In practice, Local Guides can’t add and edit ATMs and banks on Google Maps. Scammers create too many problems, so the category got blocked.

But you could react out to the bank and suggest they fix the issue.

Cheers

Morten

2 Likes

আপনার পরামর্শের জন্য ধন্যবাদ,ব্যাংকের সাথে যোগায়োগ করে ঠিককরে নিব।

2 Likes

ATM প্লেস যোগ করার সময় ছবি যুক্ত করে দিয়েন আশা করি এপ্রুভ হবে, আমি অনেক ব্যংক ও এটিএম যুক্ত করেছি।

আমি আপনার গুগল ম্যাপ প্রোফাইল ভিজিট করেছি আপনার প্রোফাইলেই কিছু রিভিও সংশোধন করতে হবে যেমন অনেক ছোট রিভিও আছে যেগুলো বড় করে লিখতে হবে।

আরো বিস্তারিত জানার জন্য আপনি এই পোস্ট পড়তে পারেন স্প্যাম হয় কি কি করলে?

1 Like

আমার প্রোফাইল এ ঘুরে আসার জন্য ধন্যবাদ। অনেকগুলো রিভিউ পূনাঙ্গ লিখা হয় নাই, অবশ্যই সেগুল পূনাঙ্গ রুপদিব।