সকাল বেলা ছোট ভাইয়ের ডাকে ঘুম থেকে উঠে ধানবীজ চারা তৈরীর জন্য বীজতলা ঠিক করতে যাই। আগের দিন সংগ্রহ করা গাছ, বালতি, কোদাল নিয়ে আমার ছেলে ও ছোট ভাইকে নিয়ে, আমার প্রিয় নদী করতোয়া তীর সংলগ্ন জমিতে যাই। কিছু দিন আগে বৃষ্টির পানি নামার ফলে কিছু জমি ভেঙ্গে গেছে। সেই জমি রক্ষার জন্য ৫টি ছোট ও ১টি বড় পাকুড় গাছ লাগানো হলো।
বরাবরের মতো ছবি তুলতে ভূলে যাই, তাও কিছু ছবি তোলা হয় পরে। ছবি ও লেখার অসংগতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।