গাছ লাগানোর মাধ্যমে 2024 সালকে স্বাগত জানালাম

সকাল বেলা ছোট ভাইয়ের ডাকে ঘুম থেকে উঠে ধানবীজ চারা তৈরীর জন্য বীজতলা ঠিক করতে যাই। আগের দিন সংগ্রহ করা গাছ, বালতি, কোদাল নিয়ে আমার ছেলে ও ছোট ভাইকে নিয়ে, আমার প্রিয় নদী করতোয়া তীর সংলগ্ন জমিতে যাই। কিছু দিন আগে বৃষ্টির পানি নামার ফলে কিছু জমি ভেঙ্গে গেছে। সেই জমি রক্ষার জন্য ৫টি ছোট ও ১টি বড় পাকুড় গাছ লাগানো হলো।

বরাবরের মতো ছবি তুলতে ভূলে যাই, তাও কিছু ছবি তোলা হয় পরে। ছবি ও লেখার অসংগতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

17 Likes

I like your photos very much @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 .

Especilaly withe haze in the background/

Keep on contributing on Google Maps and here on Local Guides Connect.

2 Likes

@BudiFXW জনাব উৎসাহ প্রদান করার জন্য ধন্যবাদ

2 Likes