আনন্দ হোটেলের মোগলাই পরোটা

মোগলাই পরোটা খেতে ভালো লাগে না এমন লোক আমাদের আশেপাশে খুঁজলে পাওয়া যাবেনা। আমাদের আশেপাশের হোটেল গুলোতে খুঁজলে অনেক ধরনের পরোটা পাওয়া যায়, যেমন- সাধারণ পরোটা, ডিমের পরোটা, আলুর পরোটা, আতপ চাউলের পরোটা ইত্যাদি। তবে সবগুলোর মধ্যে মোগলাই পরোটা টা সবচেয়ে সুস্বাদু এবং স্পেশাল।

ছবি: ০১ মোগলাই পরোটা

প্রচলিত আছে মঘল নাম থেকে এসেছে মোগলাই নামট। মূলত মোগল আমলে তৈরী হইতো এই পরোটা। সেই যুগের নাম অনুসারে নাম হয়েছে মোগলাই পরোটা।

ছবি:০২ মোগলাই পরোটা

ছবি: ০৩ মোগলাই পরোটা

মোগলাই পরোটা বানানোর উপকরণ : -

(১) ডিম ২ টা

(২) হলুদ গুড়া ১/২ চামচ

(৩) লবণ পরিমাণ মতো

(৪) ময়দা ২৫০ গ্রাম

(৫) পিয়াজ ২ টি

(৬) কাঁচামরিচ ৫/৬ টা

(৭) তেল পরিমাণ মতো।

লোকেশন: https://maps.app.goo.gl/26na7dYfvaFARjhC6

@Tushar_Suradkar
@FalguniP
@ajitthite
@TravellerG
@Shubham_waman
@Gurukrishnapriya
@Shrut19

@TusharSuradkar
@FalguniP
@AjitThite
@TravellerG
@Shubham _waman
@Gurukrishnapriya
@Shrut19

8 Likes

Buen provecho, que comida apetecible.