অবহেলিত ফুল

রাস্তার ধারে, অবহেলিত ফুলের প্রতি হারিৎ হৃদয়ে ভোরের প্রবাহ। এক পাথরের মধ্যে ছুটে আসা সৃষ্টির মৌলিক সৌন্দর্যে মেলে মনকে বাঁচাতে আহ্বান।

অবহেলিত ফুলের ক্ষমতায়, হাওয়ার সাথে কোলাহলে শোনা যায় মিষ্টি গান; অজানা পথে চলা, অজানা স্বপ্নে ডুবে যাওয়া।রাস্তার ধারে অবহেলিত ফুল, হৃদয়ে ছুটে আসা অসীম স্বপ্নের আলোকে নোলকে দোলায়। পৃথিবীর সম্পর্কে মনে পড়া অভিজ্ঞানে, সৃষ্টির রহস্য বোঝার প্রয়াসে।

IMG_20221021_104616.jpg

8 Likes

Linda flor, el color amarillo es felicidad.

1 Like