প্রধান ভাস্কর্য: শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইট দিয়ে ঢুকে হাতের ডান দিকে কিছুদূর হাটতেই চোখে পড়বে শহীদ মিনার। তার ঠিক পাশেই অবস্থিত এই ভাস্কর্য টি।
একাডেমিক ভবন
প্রধান ভাস্কর্যের ঠিক বিপরীতেই আছে এই একাডেমিক ভবনটি।
বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেই হাতের ডান দিকে একটু এগুলেই চোখে পড়বে এই মনোরম স্থানটি। তার ঠিক পাশেই আছে একটা বেশ বড় আকারের দিঘি।
চিড়িয়াখানা
এই বিশ্ববিদ্যালয়ের ভিতরেই আছে একটা ছোট আকারের চিড়িয়াখানা।
সর্বোপরি এই বিশ্ববিদ্যালয়টি এক দিনের ট্যুরের জন্য বেশ উপযুক্ত। বিভিন্ন জায়গা থেকে ঘুরতে যেতে ও দেখা যায়। বেশ বড় একটা অডিটোরিয়াম, খেলার মাঠ ও আছে।
#Sher e Bangla Agriculture University
#Bangladesh
#LocalGuidesConnect
#LetsGuide