শহরে এসে এই শহরের প্রতি ভালবাসা বেড়ে যায়, যে ছিল আবার এই শহরের একজন বিচারক ও ম্যাজিস্টেট। বলছি যশোর শহরের প্রথম ম্যাজিস্ট্রেট ও জাজ টিলম্যান হেঙ্কেল এর কথা।

তার দিন কাল, কাজ কাম ভালই যাচ্ছিল, কিন্ত সমস্যা পড়ে যান রাজস্ব বিষয়ক সদর দপ্তর কোলকাতায় হওয়ায়। সেই সময়ে যশোর থেকে কলকাতার যাতায়াত ব্যবস্থা দূরহ ছিল। তাই তিনি সরকারের কাছে লিখে পাঠান যে একজন বিচারক ও ম্যাজিস্টেট হিসেবে তিনি রাজস্ব আদায়ের বিষয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। সিভিল কোর্ট যেহেতু রাজস্ব বিষয়ে কোন রকমের হস্তক্ষেপ করতে পারতো না, তাই রাজস্বের সাথে সম্পর্কিত কোন বিষয় উত্থাপিত হলে (পাওনা আদায়) তা কেবল কোলকাতার রাজস্ব কমিটির শুনতে হতো এবং সে বিষয়ে শুধু তারাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন। এবং ওই সময় জনমনে অনেক জটিলতার এবং অসন্তোষটির সৃষ্টি হত। তাই তিনি চিঠিতে প্রস্তাব করেন যে কালেক্টরের কাজকে জাজদের কাজের সাথে সংযুক্ত করে দিতে হবে এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে কালেক্টরের দায়িত্ব অর্পণ করতে হবে। তৎকালীন সরকারের কর্তারা বিষয়টি জানামাত্র আগ্রহ প্রকাশ করেন এবং ১৭৮৬ সালে যশোরে কালেক্টরেট প্রতিষ্ঠা করেন।
23 Likes
@FarabiRahmaFahad অনেক দিন পর লেখার জন্য ধন্যবাদ Google Maps লিঙ্ক যুক্ত করে দিও । ছবির নিছে টাইটেল দিও আর ছবি লেকাহ্র মাঝে স্পেস দিও তাহলে দেখতে সুন্দর লাগবে
4 Likes
Nice to read the post. Thanks for sharing on Connect.
2 Likes
Thanks a lot for your support hope i can share more history like this in future.
1 Like
এই ভবনটা যশোরের কোথায়? কিভাবে সেখানে যেতে হবে? ভবনটির বিশেষত্ব কি? এই বিষয়গুলো পোস্টে উল্লেখ করলে পোস্টটা পরিপূর্ণতা পেতো। তাছাড়া টিলম্যান হেঙ্কেল এর ছবির বদলে মাইকেল মধূসুদন দত্তের ছবি ব্যবহার করা হয়েছে। এই ত্রুটিটি সংশোধন করার জন্য অনুরোধ করছি।
3 Likes
@SadmanRafid একটু বিস্তারিত পোস্ট টি মনোযোগ দিয়ে পরুন সেখানে বলাই আছে এটা কালেক্টরেট ভবন বা জেলা প্রশাসকের ভবন। আর এই ভবনে রাজন্স আদায় বিষয়ক কাজ করা হয় সেটাও বলা আছে। ম্যাপ লোকেশন ও শেয়ার করা হয়ত বা সেটাও দেখতে ভুলে গেছেন, একটু দেখে নিবেন। আর ছবির ব্যাপার টার জন্য দুঃখিত গুগুল থেকে আমি এটাই পেয়েছিলাম রেফারেন্স হিসাবে আমি সেটা আর চেক করি নাই, ধন্যবাদ এটা ধরে দিয়ার জন্য।
1 Like
@FarabiRahmaFahad আপনি চাইলেই পোস্টে উল্লেখ করতে পারতেন যে কালেক্টরেট ভবনটি যশোরের দড়াটানা মোড়ের পাশে ভৈরব নদীর পাড়ে অবস্থিত। এছাড়া কিভাবে পালবাড়ি মোড়, চাঁচড়া মোড় অথবা মুড়লি মোড় থেকে কালেক্টরেট ভবনে আসা যায়, এটাও উল্লেখ করতে পারতেন। এছাড়া এই ভবনের কিছু ঐতিহাসিক বিশেষত্ব আছে, সেগুলোও উল্লেখ করতে পারতেন।
আর আপনার পোস্টে কালেক্টরেট ভবনের ম্যাপ লোকেশনটা লিংক করা হয়নি। এটা এডিট করে ঠিক করে দিয়েন। ধন্যবাদ
3 Likes