টাঙুয়ার হাওর।

টাঙুয়ার হাওর বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় অবস্থিত। ভারতের মেঘালয় পাহাড়ের ৩০ টির বেশী ঝর্লার পানি একত্রিত হয়ে এই হাওরের সৃষ্টি। ১৮ টি মৌজার প্রায় ছোট বড় ৫১ টি হাওরের সমন্বয়ে এই জলাভূমি গঠিত। মোট ভূমির পরিমাণ প্রায় ৯৭২৭ হেক্টর, যাহা আয়তনে ২৮ বর্গকিলোমিটার।
জীব বৈচিত্র্যময় এই হাওর এর মালিকানা সুনামগঞ্জ জেলা পরিষদের। হাওরে প্রায় ২০০ প্রজাতির মাছ রয়েছে। টাঙুয়ার হাওরের উল্লেখযোগ্য মাছ হল মহাশোল। এই হাওরকে ঘিরে বর্তমানে পর্যটন ব্যবসা জমজমাট। স্থানীয় পর্যটকদের বিচরণ হাওরের পরিবেশের জন্য হুমকি স্বরুপ।
যদিও স্থানীয় প্রশাসন এবং বেসরকারি প্রতিষ্ঠান এই হাওরের মানুষের ও পরিবেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আমাদের সকলের প্রচেষ্টা ও সচেতনতা টাঙুয়ার হাওরের পরিবেশকে আর সুন্দর রাখতে সাহায্য করবে।

12 Likes

সুন্দর লিখেছেন ভাই @Javedhossain7 হাওরের খাবার জ্বিভে জল

1 Like

আপনার মত পারি নি ভাই।