রাজা মিয়ার বিখ্যাত চা

রাজা চায়ের আড্ডা ঢাকায় বিখ্যাত একটি চায়ের দোকান।

বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানে এই রাজা মিয়ার চা সুখ্যাতি অর্জন করেছে। এখানে রয়েছে বিভিন্ন বাহারী রকমের চা।

কি এমন আছে এই চায়ে যার কারণে এত খ্যাতি সেটা জানতে আমরা গিয়েছিলাম মিরপুরে অবস্থিত রাজা মিয়ার চায়ের দোকানে।

গিয়ে দেখলাম অন্যরকম এক ডেকোরেশন যা সাধারণ চায়ের দোকান থেকে আলাদা।

চারিদিকে রয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হওয়া রাজা চায়ের প্রতিবেদন।

রাজা মিয়ার চা খেয়েছেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার। দেশের প্রায় সব মিডিয়ায় রাজা মিয়ার চা নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে বিভিন্ন সময়ে।

আমরা অর্ডার দিলাম স্পেশাল মালাই চা ও ইরানী জাফরান চা। মালাই এবং গুঁড়োদুধ এর সংমিশ্রণে তৈরী চা নরমাল চায়ের থেকে আলাদা।

প্রতিকাপ চায়ের মূল্য ৫০ টাকা।

তবে টেস্ট অনুযায়ী মূল্য রিজনেবল।

43 Likes

রাজা চায়ের আড্ডা ঢাকায় বিখ্যাত একটি চায়ের দোকান।

বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানে এই রাজা মিয়ার চা সুখ্যাতি অর্জন করেছে। এখানে রয়েছে বিভিন্ন বাহারী রকমের চা।

কি এমন আছে এই চায়ে যার কারণে এত খ্যাতি সেটা জানতে আমরা গিয়েছিলাম মিরপুরে অবস্থিত রাজা মিয়ার চায়ের দোকানে।

গিয়ে দেখলাম অন্যরকম এক ডেকোরেশন যা সাধারণ চায়ের দোকান থেকে আলাদা।

চারিদিকে রয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হওয়া রাজা চায়ের প্রতিবেদন।

রাজা মিয়ার চা খেয়েছেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার। দেশের প্রায় সব মিডিয়ায় রাজা মিয়ার চা নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে বিভিন্ন সময়ে।

আমরা অর্ডার দিলাম স্পেশাল মালাই চা ও ইরানী জাফরান চা। মালাই এবং গুঁড়োদুধ এর সংমিশ্রণে তৈরী চা নরমাল চায়ের থেকে আলাদা।

প্রতিকাপ চায়ের মূল্য ৫০ টাকা।

তবে টেস্ট অনুযায়ী মূল্য রিজনেবল।

5 Likes

Hello and Assalam Walaikum @AbirAryan

Welcome to Local Guides Connect.

I just want to let you know that I just mergred your both posts which have same content at one place.

Shukriya.

6 Likes

@KashifMisidia thank you for merging :heavy_heart_exclamation: :blush:

3 Likes

আপনি সুন্দর সুন্দর ছবি সহকারে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন @AbirAryan

চায়ের দোকানে ভিড় কেমন হয়? দোকানের ম্যাপস লিংকটা শেয়ার করলে ভালো হতো।

5 Likes

অনেক সুন্দর ছবি গুলো। ঢাকায় আসলে চায়ের স্বাদ নিতে হবে।

ধন্যবাদ @AbirAryan

3 Likes

@NasimJ আমরা দুপুরে গেছিলাম। তখন ভিড় ছিল না। তবে সন্ধ্যায় বেশ ভিড় হয়।

ম্যাপ লিংক সার্চ দিলেই পাওয়া যায় তাই দিইনি।

2 Likes

@GaziSalauddinbd অবশ্যই ভাই। নিমন্ত্রণ রইল।

1 Like

ধন্যবাদ @AbirAryan রাজা মিয়ার চা নিয়ে লিকাহ্র জন্য , যদিও এখন পর্যন্ত আমার এই দোকানের চা পানের সুযোগ হয় নাই তবে ভবিষ্যতে মিরপুরের দিকে গেলে চেখে দেখার চেষ্টা করব

3 Likes

@MahabubMunna তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। একদিন যাব নে। :heart:

1 Like